যেভাবে ফোন লক থাকা অবস্থায় Torch জ্বালাবেন Volume Button দিয়ে [Xposed]

23
363

আজকের পোস্ট টির মাধ্যমে আপনি ফোন লক থাকা অবস্থায় এমনকি Screen অফ থাকা অবস্থায় Torch জ্বালাতে পারবেন শুধুমাত্র Volume Button ব্যাবহার করে। (যারা জানেন না তাদের জন্য)

 

যা যা প্রয়োজনঃ

১. একটি Rotted Android Smartphone

২.Xposed Installer নামক Software

৩. Xposed Torch নামক Software

বিঃদ্রঃ Xposed Installer টি Active করতে Framework Install করুন।

 

কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। নিম্নের Screenshot গুলো ফলো করুনঃ

১. প্রথমে দেখে নিন যে Xposed Torch Module টি Active করা আছে কি না। Active করতে Xposed Installer থেকে Xposed Torch এ মার্ক করুন। Activation টি কার্যকর করতে Restart করুন।

২. এবার Xposed Torch Software টি Open করুন।

৩. উপরের দিক থেকে Settings এ ঢুকুন।

৪. এবার Use Volume Up Button(Use Vulume Up button long press to turn ON torch) option এ মার্ক করুন ।
বিঃদ্রঃ Torch চালূ হওয়ার সময় Vibration হবে এই ফিচার টি চালু করতে Vibrate Option টিতে মার্ক করুন।
এবার ফোন Restart দিন। ফোনের Screen টি লক করুন।Screen এর আলোনিভে গেলে Volume Up Button চাপুন। দেখুন ফোন Vibration করে Torch জ্বলে উঠবে। আবার volume Down button চাপুন, তাহলে Torch বন্ধ হবে।
এছাড়া আপনি Long Press Delay নামক Option এর মাধ্যমে Volume Button চাপ দেয়া ও Torch জলে উঠার মধ্যবর্তি সময় নির্ধারন করতে পারবেন।
এছাড়া এভাবে অন করলে Screen অন হওয়ায় সাথে সাথে Torch বন্ধ হয়ে যাবে।
এটি না চাইলে Screen বন্ধ থাকা অবস্থায় Power Button+Volume Up Button চাপলে Screen ও অন হবে Torch ও অন হবে। এ অবস্থায় টর্চ বন্ধ করতে চাইলে Power Button দিয়ে আবার Screen অফ করতে হবে এবং Volume Down Button চাপলে টর্চ বন্ধ হবে
Screenshot গুলো আমার নিজের ফোন থেকে তোলা। লেখা বুঝতে অসুবিধা হলে Screenshot গুলো ফলো করুন। সঠিক নিয়মে অনুসরন করলে কাজ অবশ্যই হবে।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here