WiFi সুবিধা নিয়ে ফিরে আসছে ‘নকিয়া ই৭১’

8
409

নকিয়া ৩৩১০কে নতুন রূপে ফিরিয়ে এনেছিলো এইচএমডি কর্পোরেশন। ফোনটি সেসময় তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছিলো।

এবার নকিয়া ই৭১ ফোনটি নতুনভাবে বাজারে আনার পালা। কিবোর্ড, ছোট ডিসপ্লে আর বড় বেজেলের ফোনটি আসবে আগামী বছর।

নতুন ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২৩০ অথবা ২০৫ চিপসেট, ১ গিগাবাইট র‌্যাম, ৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে, কিবোর্ড ও ৪জি নেটওয়ার্ক সুবিধা থাকবে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হবে কি না তা জানা যায়নি। তবে ফোনটির ৪টি ভ্যারিয়েন্ট থাকবে বলে জানা গেছে।

নকিয়ার সোনালি দিনগুলোতে ই৭১ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ব্ল্যাকবেরি স্মার্টফোনের বাজারে সেটি ভাগ বসাতে পারলেও পরে আইফোন ও অ্যান্ড্রয়েডের সঙ্গে পাল্লা দিয়ে আর টিকে থাকতে পারেনি।

ফোনটির মূল্য রাখা হবে ১৫০ ডলার অথবা ১৩ হাজার টাকার কিছুটা কম। ঘোষণার সঙ্গে সঙ্গেই ফোনটি বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে।

সূত্রঃ গিজচায়না

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here