নকিয়া ৬ “২০১৮”

22
711

২০১৮ সালের এ মডেলে অন্যান্য ফোনের সঙ্গে পাল্লা দিয়ে ১৮:৯ লম্বাটে ডিসপ্লে ব্যবহার করেনি নকিয়ার নির্মাতা এইচএমডি গ্লোবাল।

ফাঁস হওয়া তথ্য থেকে দেখা যায় ফুল এইচডি ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের ওপরে ও নিচে বড়সড় বেজেল রয়েছে। ফিংগারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে পেছনে।

ক্যামেরার ডিজাইন এবার নেওয়া হয়েছে নকিয়া ৫ থেকে। ফলে ক্যামেরা বাম্পটি বেশ লম্বা। ডুয়াল ক্যামেরার দিকেও নকিয়া পা বাড়ায়নি।

মেটাল ফ্রেম ও প্লাস্টিক ব্যাক প্যানেলে তৈরি ফোনটির ফ্রেম হালকা সোনালি রঙের করা হয়েছে। ব্যাক ও সামনের প্যানেল পাওয়া যাবে বেশ কিছু রঙে।

নতুন ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম ও ৩০০০ এমএএইচ ব্যাটারি।

সূত্রঃ গিজচায়না

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here