এবার কোন প্রকার হ্যাকিং দক্ষতা ছাড়াই জেনে নিন আপনার এলাকার অসংখ্য ওয়াইফাই এর পাসওয়ার্ড একটি সফটওয়্যার দিয়ে।(১০০% সত্য )…….

10
298

Unnamed

”’পরম দয়ালু ও অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি””
আমি জানি,আমি অবিশ্বাস্য একটি পোষ্ট করেছি।কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য। আমি অসংখ্য ওয়াইফাই হ্যাকিং সফটওয়্যার ডাউনলোড করেছি।
কিন্তু কোনো সফটওয়্যারই বর্তমানের ওয়াইফাই গুলোর পাসওয়ার্ড গুলো হ্যাক বা ক্রেক করতে পারে না।অবশেষে এই সফটওয়্যারটির সন্ধান পাই যেটা দিয়ে হ্যাক
করা ছাড়াই জেনে নিতে পারবেন ওয়াইফাই এর পাসওয়ার্ড।শুধু আপনার এলাকার নাম বা শহরের বা কোন বড় ধরণের হোটেল বা মার্কেটের নাম দিয়ে
সার্চ দিলেই পেয়ে যাবেন আশেপাশের অসংখ্য ওয়াইফাই এর পাসওয়ার্ড।আর সাথে দিয়ে দিবে ম্যাপ এবং কত ফুট দূরে তা সহ।আপনি ডাটা অন করে
ওয়াইফাইগুলো খুজেও বের করতে পারবেন । অর্থাৎ আপনি এগিয়ে গেলে ম্যাপে একটা চিহ্নও এগিয়ে যাবে…
সফটয়্যারটি usa বা uk থেকে তৈরি করা হয়েছে।এটার মাধ্যমে আপনিও আপনার কানেক্ট করা ওয়াইফাই এর পাসওয়ার্ড শেয়ারও করতে পারবেন।কিন্তু
কানেক্ট না করে কোনো পাসওয়ার্ড দিলে সফটওয়্যারটি পাসওয়ারডটি নিবে না।আমি এটাই বুঝাতে চাচ্ছি যে এই সফটওয়্যারের মাধ্যমে কোনো
ভুল পাসওয়ার্ড কেউ শেয়ার করতে পারে না।সকল পাসওয়ার্ড ১০০% সত্য ।কথার কথা কোনো পাসওয়ার্ড যদি কাজ না করে তবে বুঝতে হবে
পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে।বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের পাসওয়ার্ড জানতে পারবেন এর মাধ্যমে।প্রায় প্রতি মাসেই যে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করা হয়
তার আপডেট দেয় এই সফটওয়্যার।
যাক নিজের খেয়ে অনেক বক বক করলাম।এখন কাজের কথায় আসি…
যেভাবে ব্যবহার করবেন…
১!প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন
Size:6.76 mb only
২!এরপর ইন্সটল করে ওপেন করুন।

৩!ডানপাশে ছবির মত আইকনে ক্লিক করুন
country bangladesh এবং আপনার শহর বা বিভাগ সিলেক্ট করুন

1st

৪!এরপর নিচের ছবির মত FREE লেখা আইকনে ক্লিক করুন
2nd
৫।REGISTER এ ক্লিক করুন
3rd
৬!ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন
4th

4th2
৭!এবার পাসওয়ার্ড ডাউনলোড হবে।মাত্র কয়েক এম্বি লাগবে…
ডাউনলোড হলে Done লেখা আসবে……
5th
৮!ডাউনলোড না হলে আবার আমার উপরের ৪নং পয়েন্ট অনুসরণ করুন…

এখন আপনার মন মত জায়গার নাম লিখে সার্চ দিন আর জেনে নিন ওয়াইফাই এর পাসওয়ার্ড…..
see screenshot

6th

7th
8th
[বিঃদ্রঃ পুরাতন ফোনগুলোতে GOOGLE play service update চাইলে আপডেট দিন…]

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন……
বিদায়…
সময় পেলে আমার সাইট থেকে
ফেসবুকে আমি……

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here