‪#‎এসএসসি‬ পরীক্ষা ২০১৬ ‪#‎সৃজনশীল‬ (‪#‎খুলনা‬ বোর্ড)‪ ও ‎বরিশাল_বোর্ড‬

5
390

অন্যান্য বোর্ডের প্রশ্ন পেতে রেজিস্ট্রেশন করে কমেন্ট করুন।পাইলে দিবো…

গেরান্টি ওয়ারেন্টি কোনটাই দিতে পারবো না।তবে সাজেশন হিসাবে পড়ে যেতে পারো…

(‪#‎খুলনা‬ বোর্ড)

সেট : খ
সময়: ২ ঘণ্টা ১০ মি. পূর্ণমান : ৬০
ক অংশ_গদ্য
↓↓↓ ↓↓↓ ↓↓↓ ↓↓↓
প্রশ্ন ১: রবীন্দ্রনাথ ঠাকুরের
খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পে ভৃত্য
রাইচরণের সঙ্গে বেড়াতে গিয়ে
বাড়ির মনিবের ছেলের
সলিলসমাধি হয়। ছেলেটিকে রাইচরণ
প্রাণাধিক ভালোবাসত। ঘটনাটি
রাইচরণের অগোচরে ঘটলেও এর জন্য
তাকেই দোষী সাব্যস্ত করা হয়। এ
ঘটনার জন্য রাইচরণ ভীষণ অনুতপ্ত হয়।
বেশ কিছুদিন পরে ওই বাড়িতেই
রাইচরণ একটি ছেলেকে নিয়ে
হাজির হয় এবং ছেলেটিকে তাদের
ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেয়।
বস্তুত ছেলেটি ছিল রাইচরণের
নিজের।
ক) ‘মমতাদি’ গল্পটি মানিক
বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থের
অন্তর্গত?
খ) মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল
কেন?
গ) উদ্দীপকে রাইচরণের আচরণে
মমতাদির কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা
যায়। ব্যাখ্যা কর।
ঘ) মূল্যবোধে রাইচরণ ও মমতাদি
অভিন্ন হলেও পরিণতিতে দুজন ভিন্ন_
স্বীকার কর কী? তোমার মতের
সপক্ষে যুক্তি দাও।
↓↓↓ ↓↓↓ ↓↓↓ ↓↓↓
প্রশ্ন ২ : আপনি যতই চেষ্টা করুন না
কেন, যে লোক যতটুকু ভার বইবার
ক্ষমতা রাখে, তার চেয়ে বেশি
ওজনের বোঝা সে লোককে দিয়ে
স্থানান্তর করাতে পারবেন না। আর
যদি সে দুরূহ চেষ্টা করেও তবে অনিষ্ট
ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যার
ক্ষমতা যতটুকু, তার চেয়ে বেশি কাজ
আদায় করতে গেলে কাজের কাজ
কিছুই তো হবে না; বরং ব্যক্তির
ক্ষমতা বিলোপ হবার সম্ভাবনা
উজ্জ্বল। যেমন, যে বালকের
খেলাচ্ছলে শিক্ষা গ্রহণ করবার বয়স,
সে ছেলেকে যদি তার ওজনের
চেয়ে বেশি বই দিয়ে বিদ্যালয়ে
গমনের ব্যবস্থা করা হয়, তবে শিক্ষার
প্রতি বালকের একটা বিদ্বেষভাব
কাজ করবে। সুতরাং বালকের যতটুকু
বিদ্যার্জনের ভার বইবার ক্ষমতা
রয়েছে তার চেয়ে বেশি চাপ
দেয়া কখনই ঠিক হবে না।
ক) ‘ভাঁড়ে ও ভবানী’ অর্থ কী?
খ) ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’_
কেন?
গ) উদ্দীপকের সাথে বই পড়া প্রবন্ধের
কী যোগসূত্র রয়েছে। ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের মূলভাব বইপড়া প্রবন্ধের সমগ্র ভাবকে ধারণ করে কী?_ বিশ্লেষণ কর।
↓↓↓ ↓↓↓ ↓↓↓ ↓↓↓
প্রশ্ন ৩. এই নিষ্ঠুর অভিযোগে গফুরের
যেন বাকরোধ হইয়া গেল। ক্ষণেক পরে
ধীরে ধীরে কহিল, কাহনখানেক খড়
এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু
গেল সনের বকেয়া বলে কর্তামশায়
সব ধরে রাখলেন। কেঁদে কেটে
হাতে-পায়ে পড়ে বললাম, বাবুমশাই,
হাকিম তুমি, তোমার রাজতি্ব
ছেড়ে আর পালাবো কোথায়?
আমাকে পণদশেক বিচুলিই না হয় দাও।
চালে খড় নেই-একখানি ঘর, বাপ-
বেটিতে থাকি, তাও না হয়
তালপাতার গোঁজাগাঁজা দিয়ে এ
বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু না
খেতে পেয়ে আমার মহেশ যে মরে
যাবে।
ক) ‘বৈকুণ্ঠের উইল’ শরৎচন্দ্রের কী
জাতীয় গ্রন্থ?
খ) অভাগী শিশুপুত্রকে নিয়ে
গ্রামেই পড়ে রইল কেন?
গ) উদ্দীপকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের
কোন দিকটি প্রাধান্য পেয়েছে?
ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের গফুরের সাথে
‘অভাগীর স্বর্গ’ গল্পের কাঙালির
সাদৃশ্য থাকলেও কাঙালি সম্পূর্ণরূপে
গফুরের প্রতিনিধিত্ব করে না।
মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
খ অংশ_পদ্য
↓↓↓ ↓↓↓ ↓↓↓ ↓↓↓
প্রশ্ন ৪.
(১) মনে হয় একদিন আকাশের শুকতারা
দেখিব না আর
দেখিব না হেলেঞ্চার ঝোপ থেকে
এক ঝাড় জোনাকি কখন নিভে যায়;
দেখিব না আর আমি পরিচিত এই
বাঁশবন।
(২) ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত
বিরহমিলন কত হাসি-অশ্রুময়
মানবের সুখে দুঃখে গাঁথিয়া
সঙ্গীত
যদি গো রচিতে নারি-অমর-আলয়।
ক) ‘প্রাণ’ কবিতাটি রবীন্দ্রনাথ
ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে
সংকলিত?
খ) জীবন্ত হৃদয় মাঝে কবি স্থান
পেতে চান কেন?
গ) উদ্দীপকের কবিতাংশ দুটির
কবিদ্বয়ের ভাবনার মধ্যে কীরূপ মিল
খুঁজে পাও? তা ব্যাখ্যা কর।
ঘ) কবি হৃদয়ের অনুভূতি প্রকাশের দিক
থেকে দ্বিতীয় কবিতাংশের সঙ্গে
প্রথম কবিতাংশের স্বাতন্ত্র্য
বিশ্লেষণ কর।
↓↓↓ ↓↓↓ ↓↓↓ ↓↓↓
৫.
স্বাধীন দেশে চন্দনের ফেরা হলো না
আর_
ওর বুড়ো মা-বাবার অপেক্ষার
প্রহরের শেষ নেই।
কাজল ঘরে নববধূকে রেখে যুদ্ধে
গিয়েছিল
এখন সেই বধূকে সিঁদুরহীন দেখি।
আমরা মানচিত্র পেয়েছি, কিন্তু হৃদয়
মানচিত্র শূন্য
জনতা নতুন পতাকা পেল, চন্দন-কাজল
আর এলো না।
কাজলের বৌ আজ প্রৌঢ়া, যেন
পথহারা পাখি
কেঁদে ফেরে একা।
ক) কবি শামসুর রাহমান কত সালে
মৃত্যুবরণ করেন?
খ) ‘একটি নতুন পৃথিবীর জন্ম হতে
চলেছে’ বলতে কবি কী বোঝাতে
চেয়েছেন?
গ) উদ্দীপকের কোন ভাবটি
‘তোমাকে পাওয়ার জন্য, হে
স্বাধীনতা’ কবিতায় বিদ্যামান
রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের কাজলের স্ত্রীর মাঝে
‘তোমাকে পাওয়ার জন্য, হে
স্বাধীনতা’ কবিতায় কার করুণ
পরিণতি প্রতিধ্বনিত হয়েছে?
বিশ্লেষণ কর।
↓↓↓ ↓↓↓ ↓↓↓ ↓↓↓
প্রশ্ন ৬. মা-বাবার একমাত্র মেয়ে
রূপা দৃষ্টিপ্রতিবন্ধী। চাকরিজীবী
মা-বাবা অফিসে চলে গেলে
রূপাকে সারা দিন ঘরে বন্দি
থাকতে হয়। সে অন্য বালক-
বালিকাদের মতো মাঠে
দৌড়োদৌড়ি, খেলাধ

‪#‎এসএসসি_২০১৬‬
‪#‎বাংলা_১ম_পত্র‬
‪#‎বরিশাল_বোর্ড‬
‪#‎সাজেশন্স‬
‪#‎গদ্যাংশ‬
১।বই পড়া
২।নিরীহ বাঙ্গালি
৩।পয়লা বৈশাখ
৪।একাত্তরের দিনগুলী
৫।উপেক্ষিত শক্তির উদ্বোধন
‪#‎পদ্যাংশ‬
১।কপোতাক্ষ নদ
২।পল্লিজননী
৩।আমার সন্তান
৪।অন্ধবধূ
৫।পল্লীজননী
‪#‎উপন্যাস‬
কাকতাড়ুয়া
‪#‎নাটক‬
বহিপীর

 

অন্যান্য বোর্ডের প্রশ্ন পেতে রেজিস্ট্রেশন করে কমেন্ট করুন।পাইলে দিবো…

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here