আইনস্টাইনের ভুল!!!!!!!

0
210

আইনস্টাইনের ভুল !!!
★★★★★★★★
আইনস্টইন তার আপেক্ষিক তত্ত্বে
বলেছেন,
১.সময় সম্প্রসারণ
২.দৈর্ঘ্য সংকোচন
৩.ভর বৃদ্ধি
কথাগুলো একদম সঠিক।কিন্তু তার শর্ত ছিল
যে,
বস্তু গতিশীল থাকতে হবে।
এটাই হল আইনস্টাইন এর ভুল সিদ্ধান্ত।
রাদারফোর্ড যেমন তার পরমাণু মডেল
সৌরজগতের সাথে তুলনা করে ভুল
করেছিল,তেমনি আইনস্টাইন ভুল করেছে
তার তত্ত্বে গতির কথা উল্লেখ করে।
আসলে উপরের তিনটি ঘটনার জন্য বস্তুটির
গতিশীল থাকার কোনো প্রয়োজন নেই।
স্থিতিশীল অবস্থাতেও উপরের
ঘটনাগুলো ঘটে থাকে। উদাহারণ:

১.একটা বোরিং ক্লাসে বসে ৫মিনিট
পর ঘড়ির দিকে তাকালে দেখা যাবে
১মিনিট হয়েছে।
২.দূর থেকে দাঁড়িয়ে কোনো বস্তুকে
দেখলে ছোটই মনে হয়।
৩.এক গ্লাস পানি নিয়ে তুমি ১ ঘন্টা
দাড়িয়ে থাকো তাহলে তোমার
কাছে গ্লাস অনেক ভারী মনে হবে।
কারণ সব কিছুই আপেক্ষিক।
_________________***__________________

Comments

facebook comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here