শিগগিরই বাবা হতে চলেছেন প্রবীণ রাজনৈতিক রেলমন্ত্রী মুজিবুল হক

25
506

rail

শিগগিরই বাবা হতে চলেছেন প্রবীণ রাজনৈতিক রেলমন্ত্রী মুজিবুল হক। রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়মিত শারীরিক পরীক্ষা করছেন। তিনি এখন ছয় মাসের সন্তানসম্ভাবা।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার স্কয়ার হাসপাতালের একজন গাইনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। সবকিছু ঠিক ঠাক থাকলে দুই/তিন মাসের মধ্যে রেলমন্ত্রী সন্তানের মুখ দেখবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে একটি অনলাইন নিউজপোর্টাল।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর ৫ লাখ ১ টাকা দেনমোহরে কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামের মেয়ে হনুফা আক্তার রিক্তার সঙ্গে গাঁটছড়া বাঁধেন দীর্ঘদিন প্রায় ৪০বছর চীরকুমার সঙ্গের সভাপতি থাকা প্রবীণ রাজনৈতিক মুজিবুল হক।

জানতে চাইলে শুক্রবার সকালে মুঠোফোনে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই।’

১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মো. মুজিবুল হক জন্মগ্রহণ করেন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি চৌদ্দগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি রেলপথমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ১৯৮৫ সালের ২০ মে হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন। সে হিসেবে বর্তমানে তার বয়স প্রায় ৩১ বছর।

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here