এটা কোনো গল্প নয়।

24
290

images (1)এটা কোনো গল্প নয়।
আবির তার বাগান থেকে ফুল তুলছে উদ্দেশ্য ২১ ফেব্রুয়ারি উপলক্ষে একটা ফুলের তোড়া তৈরি করে সেটা শহীদ মিনারে দেওয়া। আবির মন দিয়ে ফুলের তোড়া তৈরি করেছে।
আবির আমাকে একটা ফুল দিবি? তার বড় বোনটি বলল। আবির মনে মনে খুশীই হলো কারন তার বোন তার সাথে ফুল দিতে যাবে।
এই নে আপু
হলুদ টা না, ঐ লাল গোলাপ টা দে,সাইফের আবার লাল গোলাপ পছন্দ।
মানে তুমি ফুল নিয়ে সাইফ ভাইয়া কে দিবে? আমি কোনো ফুল দেব না ।
কেন তুই যে আগে দিতে চেয়েছিলি এখন দিবি না কেন?
আমি ভেবেছিলাম তুমি শহীদ মিনারে ফুল দেবে।
সাইফের এসব পছন্দ না, যত সব আজাইরা কাজ বাজ। সাইফ বলে এসব শিরক।
ও এসব শিরক। আর কাউকে প্রেমের জন্য গোলাপ দেওয়া বুঝি খুব জায়েজ।
দেখ আবির তুই কিন্তু বড্ড বেড়ে গেছিস।বড় বোনের মুখে মুখে তর্ক।
উচিত কথা বললেই বড্ড বেড়ে গেছিস তাই না ।
আবার কথা বলিস তুই।
আবিরের মুখে একটা চড় বসিয়ে দিল তার বোন।
এটা শুধু একটি উপমা মাত্র!!
এবার আসুন আসল কথায় আসি…..
আজ ২১ শে ফেব্রুয়ারি সেই উপলক্ষে সবার টাইমলাইনে বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি। শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, না জায়েজ ।
তাহলে বুঝি কিস দে,চকলেট দে, ফুল দে, লিটনের ফ্লাট দে এসব খুবই জায়েজ। নষ্টামি করবেন ফলশ্রুতিতে এব্রোশান করবেন এসব বুঝি খুব জায়েজ।
আজকের দিনের কিছু ঘটনা….
কলেজ থেকে খুলনা কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছিলাম, উদ্দেশ্য শহীদ মিনারে ফুল দেওয়া। রাস্তা দিয়ে হাটছি খেয়াল করলাম পাশ দিয়ে অনেক বাইক যাচ্ছে। প্রতেকের বাইকের পিছনে একটা করে ললনা। বেশি মেয়েদের ই জিন্স আর টপস পরা, টি-শার্ট ও আছে । তারা এমন ভাবে বাইকে বসছে।
How it possible man!!
এবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখলাম উপরের ঘটনার সাথে অমিল নেই।ছেলে টা মেয়ে টা কে, মেয়ে টা ছেলে টা কে ফুল দিচ্ছে এবং কিছু অন্তরঙ্গ দৃশ্য ।আচ্ছা এসব বুঝি খুব জায়েজ।
আপনি ফুল দেওয়া কে শিরক, না জায়েজ বলছেন তাদের জন্য দোয়া করতে বলছেন আচ্ছা আপনি কি সেটা করছেন । আমি মানছি শিরক, না জায়েজ,আচ্ছা এবার একটা কথা মন থেকে বলুন তো আচ্ছা কেউ একজন শহীদ মিনারে ফুল দিল সে কি মন থেকে চাই না শহীদ, রফিক, সালাম, বরকতের আত্মা শান্তি পাক, তারা জান্নাত বাসী হোক। আচ্ছা সৃষ্টিকর্তাতো অনেক দয়ালু তার কাছে দুই হাত তুলে দোয়া না করলে তিনি কি এই অধম দের কথা শুনবেন না?
সবশেষে যাদের জন্য,আজ বাংলাতে কথা বলতে পারছি সৃষ্টিকর্তার কাছে তাদের আত্নার মাগফিরাত কামনা করি,সৃষ্টিকর্তা তাদের জান্নাত বাসী করুন আমিন।
___ইমরান হোসেন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here