আপনিও হতে পারবেন English Grammar এর বস

1
96

আসসালামু আলাইকুম 

কেমন আছেন বন্ধু গণ? আশা করি অন্নেক ভাল আছেন, আমিও আল্লাহ্‌র রহমতে খুব ভাল আছি। আমি প্রতিনিয়তই আপনাদের কে নতুন নতুন এপ্স দিয়ে থাকি। তাতে যদি আপনাদের  বিন্দুমাত্র উপকার হয়, তাতেই আমার স্বার্থকতা। যাইহোক আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো English Grammar শেখার জন্য মারাত্বক এক টা বই। মাস্ট ভাল লাগবে।

 

বই টি পড়ে ইংরেজি গ্রামারের খুটি নাটি বিষয় গুলো খুব ভাল ভাবে শিখতে পারবেন। আমার কাছে বই টি অনেক ভাল লেগেছে। আপনার কাছে ও ভাল লাগবে।

 

নামঃ Basic English Grammar

এটির সাইজঃ মাত্র ৩.৭ মেগা বাইট 

ডাউনলোড করুন এখান থেকে 

(N.B: কোন রকম ঝামেলা ছাড়া ডাউনলোড করতে অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন।  Apps গুলো ডাউনলোড করতে লিংকে গিয়ে Download now তে ক্লিক করুন, পরের পেজে Click here to download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।)

High Speed Camera Plus

Admin ভাই, আমি কারো টিউন কপি করি না, বরং অন্যরাই আমার টিউন কপি করে, আর আমি কখনোই করি না. নিজের টিউন/লেখা নিজে কপি করি।  আমার সব টিউন দেখতে পারেনএখানে 

আমার আজকের এই টিউনটি আপনার যদি ভাল লাগে তবে জানাতে ভুলবেন না।

আর যদি ভাল লেগেই থাকে, তবে আশা করি শেয়ার করবেন।

আজকের মত তাহলে বিদায়। ভাল থাকবেন সুস্থ থাকবেন।

আমার কথায় কোন ভুল ভ্রান্তি থাকলে ক্ষমার চোখে দেখবেন।

বিদায়।

আল্লাহ হাফেজ।

Comments

facebook comments

1 COMMENT

Please comment Here (ভাল লাগলে কমেন্ট করুন)