কৃত্রিম ত্বক

12
256

কৃত্রিম ত্বকসৌদি আরবের গবেষকেরা সাশ্রয়ী একাধিক সেন্সরযুক্ত কৃত্রিম ত্বক তৈরি করেছেন, যা চাপ, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ—এসব অনুধাবনে সক্ষম। কৃত্রিম এই ত্বক তৈরিতে সাশ্রয়ী কাগজ ও অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়েছে। কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা দাবি করেছেন, তাঁদের তৈরি কৃত্রিম এই উপাদান ওষুধ ও রোবোটিকসে ব্যবহার করা যাবে।
‘অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস টেকনোলজিস’ সাময়িকীতে প্রকাশিত হবে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।
গবেষক মো. মুস্তাফা হোসেন বলেন, ক্রমাগত উন্নয়নের কারণে ইলেকট্রনিকস গণতন্ত্রীকরণ ভবিষ্যতের মূল বিষয় হবে। এ বিষয়ে পুনঃব্যবহারযোগ্য উপাদান দিয়ে তৈরি ত্বকের মতো সেন্সরযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এবারই প্রথমবারের মতো এক প্ল্যাটফর্মে একাধিক সেন্সরযুক্ত কৃত্রিম ত্বক তৈরি করা হয়েছে, যা প্রাকৃতিক ত্বকের মতোই বিভিন্ন স্পর্শ বুঝতে পারে। তথ্যসূত্র: আইএএনএস।

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here