টমেটো। প্রায় সবাই সবজি হিসেবে এটি খেয়ে থাকি। কিন্তু অনেকেই এর গুণাগুণ তেমন জানি না। তাই বাজারে চলতি প্রসাধনীর দিকেই ছুটে যাই। কিন্তু জানেন কি, এই টমেটো ব্যবহার করে আপনি মুক্তি পেতে পারেন অনেক সমস্যা থেকে। এই যেমন শীতে চুলে খুশকির যন্ত্রণা। আর তা দূর করতে টমেটোর তুলনা নেই।
এছাড়া টমেটোর আরো কিছু গুণাগুণ জেনে নিন-
১. আধা কাপ নারকেল তেলের সাথে এক কাপ টমেটোর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ১০ থেকে ১৫ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। দেখবেন খুশকি উধাও।
২. মুখে রোদের কালো দাগ তুলতে টমেটো স্ক্র্যাব হিসেবে ব্যবহার করা যায়। এক চাকতি টমেটো কেটে সারা মুখে ঘষে ঘষে লাগান কিছু দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।
৩. হাতে-পায়ে কালো আড়িয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাইলে এক টেবিল চামচ ময়দা এবং একটা পাকা টমেটোর মিশ্রণ সপ্তাহে দুই দিন মাখুন। উপকার পাবেন।
৪. টমেটোতে রয়েছে প্রচুর আয়রন। তাই যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা যদি নিয়মিত একটি করে পাকা টমেটো খান তাহলে উপকার পাবেন।