আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন??? আশা করি আপনারা সকলেই ভালই আছেন। আপনারা হয়ত অনেকেই বাংলালিংকের ফেসবুক প্যাকটা দিয়ে ফ্রি নেট চালাচ্ছেন খুব ভাল কথা কিন্তু এটা শুধুমাত্র ২ জি সিমের জন্য। আর স্পিডও যেন কচ্ছপ গতির,একটা পেজ লোড হতেই অনেক সময় লাগে তাই একটা নতুন সার্ভার দিয়ে সমাধান বাহির করলাম। চলুন শুরু করি।
প্রথমে *5000*7*3# ডায়াল করে আপনার সিমটাকে ২জি করে নিন। এবার p1 লিখে 3343 নাম্বারে একটা মেসেজ দিয়ে প্যাকটা চালু করে নিন।
আর আপনারা যারা এখনও ফেসবুক প্যাকটা একটিভ করেননী তারা *222*1*44# ডায়াল করে প্যাকটা একটিভ করে নিন। আর পুরাতনরা অবশ্যই. *124*26# ডায়াল করে দেখে নিবেন যে প্যাকটার মেয়াদ আছে কিনা মেয়াদ না থাকলে ফ্রি চালাতে পারবেন না।
এবার Android ও Symbian ব্যাবহারকারীরা নিচের মত Configaration তৈরী করুন।
Apn- blwap
Proxy- 10.10.55.34
Port- 80
ব্যাস!!! এবার আসি আসল কাজে।
নিচ থেকে অপেরাটা ডাউনলোড করে ইনস্টল করুন।
→ Click Here To Download Opera Mini
এবারের কাজটা হল অপেরা সেটিং করা। অপেরার সেটিংটা নিচের ফাইলে দেওয়া আছে ফাইলটা ডাউনলোড করে অপেরার Handler Menu সেটিং করে নিন।
→ New Banglalink Free Net Server.zip
আর সেটিংয়ের পর আরও একটা সেটিং অবশ্যই করবেন অপেরার Setting >> Advance >> Protocol >> Http করে দিবেন।
আর যাদের বিগ ফাইল ডাউনলোডে সমস্যা হচ্ছে তাদের জন্য অবশ্যই পরবর্তীতে নতুন টিউন নিয়ে আসব।
আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন আর প্রতিনিয়ত ট্রিকরাউন্ড ভিজিট করবেন। আল্লাহ হাফেজ।