আপনার Android ফোন হারিয়ে/চুরি হইছে নিয়ে নিন সমাধান ideal post

12
269

20160120181951সাধ করে কেনা Android ফোনটি হারিয়ে
গেলে সবারই মেজাজ খারাপ হবে, হতাশা
বোধ করবেন। তারপর মন খারাপ হবে
মোবাইলে থাকা কন্টাক্টস, মেসেজ আরো
অন্য সব ডাটার জন্য। ভয়ও লাগবে আপনার
ব্যক্তিগত তথ্য অন্যের হাতে পড়ার
আশঙ্কায়। আগে এই সব সমস্যার সমাধান
করা না গেলেও স্মার্টফোনের যুগে
অনেকটাই দূর করা গেছে এই ঝামেলা। এখন
শুধু হারানো তথ্য ফিরে পাওয়া নয়, সাধের
ফোনটিও ফিরে পেতে পারেন যথাযথ
পদক্ষেপের মাধ্যমে। এই বিষয়েই আজকে
আপনাদের জানাবো।
প্রতিরোধমূলক ব্যবস্থাঃ
১.গুগল ব্যাকআপ ( Google Synchronization and
Backup) :
Android ফোনগুলোতে গুগলের ড্রাইভে
আপনার কন্টাক্টস, মেসেজ ইত্যাদি
ব্যাকআপ রাখার ব্যবস্থা আছে। চাইলে এই
সুবিধা ব্যবহার করতে পারেন। তাহলে ফোন
হারিয়ে গেলেও আপনার তথ্য সংরক্ষিত
থাকবে।
৩. IMEI নাম্বারঃ
আপনার ফোনের IMEI নাম্বারটি মনে রাখুন।
পুলিশ এই নাম্বার দিয়ে আপনার ফোন
ট্র্যাক করতে পারবে। যদিও আমার সন্দেহ
পাবলিকের ফোন পুলিশ ট্র্যাক করতে রাজি
হবে নাকি!!
৪.নিরাপত্তা মূলক অ্যাপ্লিকেশন :
প্লে-স্টোরে নানা রকম অ্যাপস পাওয়া যায়
যেগুলো আপনাকে ফোনের অ্যান্টি-
ভাইরাস হিসেবে সার্ভিস দেওয়ার
পাশাপাশি ফোন হারিয়ে যাওয়ার পর খুঁজে
বের করতে সাহায্য করবে।
Applocation গুলোর পদ্ধতি বলতে গেলে
সবগুলোই একইরকম। অ্যাপের মাধ্যমে
ওয়েবসাইট এ ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।
তারপর প্রয়োজনীয় সেটিংস যেমনঃ এস এম
এস বা নিরাপত্তার ধরন ঠিক করে দিলেই
আপনার কাজ শেষ। যদি দূর্ভাগ্যক্রমে ফোন
হারিয়ে যায় তাহলে Applicaton এর
ওয়েবসাইট এ চলে যান, আপনার
অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগইন করুন, তারপর
ইন্সট্রাকশন ফলো করে আপনার ডিভাইস
লোকেট করুন। তবে কিছু Application কাজ
করার জন্য ডাটা/ নেট কানেকশন দরকার।
বলতে পারেন সবসময় নেট চালানোর টাকা
কই? আপনার দামী ফোনটির নিরাপত্তার
জন্য এই কষ্টটুকু করতেই হবে। এছাড়া Where’s
my Droid, Android Lost, Prey Anti-Theft এগুলো
বোধহয় নেট কানেকশন ছাড়াই কাজ করে।
ব্যবহারের ইন্সট্রাকশন Application এর সাথেই
থাকার কথা। না হলে প্লে-স্টোর তো
আছেই।
সেরকম কিছু অ্যাপস:
Lookout:
unnamed-2.jpg
Untitled3.jpg
Untitled4.jpg
আমার ডিভাইস খুঁজে বের করেছি Lookout এর
ওয়েবসাইটে।
Rating: 4.5
এটি আপনাকে ভাইরাসের হাত থেকে রক্ষা
করবে। আবার ফোন হারিয়ে/ চুরি গেলে
খুঁজতে সাহায্য করবে। এর ফিচারগুলো
হচ্ছেঃ
১.গুগল ম্যাপের সাহায্যে ফোন খুঁজে বের
করতে পারবেন
২। আপনার তথ্য ব্যাকআপ করে রাখতে
পারবেন। পারবেন রিস্টোর করতে
৩। Anti-virus হিসেবে পুরো ফোন স্ক্যান
করতে পারবেন
Feature Overview – *Premium* features noted
with *stars*
SECURITY & ANTIVIRUS
Backed by the Mobile Threat Network, Lookout
protects you from bad stuff – like malware and
viruses – that can slow down your phone or make
unauthorized charges to your wireless bill with
over-the-air, real-time updates
FIND MY PHONE
Ever lose your phone or have it stolen? It’s a
horrible feeling and it happens to most people at
least once a year. But not all hope is lost.
Lookout gives you the best chance at finding
your lost phone or tablet.
• Find your phone on a Google Map instantly
from Lookout.com. (simply log-in!)
• Sound a loud alarm or make your phone
SCREAM to find it even if it’s on silent!
• Automatically see your phone’s last known
location at Lookout.com to find it even when the
battery is dead.
• Protect your phone from prying eyes! Get an
email with the picture and location of anyone who
tries to unlock your Android device.
• **Remotely lock your phone from Lookout.com
to prevent unauthorized use. Add a custom
message to help get your phone back faster!
• **Wipe your phone’s data to rest assured that
no one will have access to your info.
BACKUP & RESTORE
We all have things that we cherish on our phones.
Save an extra copy of the personal data on your
phone for those “just in case” moments. Access
all your data online, quickly and easily, at
Lookout.com.
• Back up your contacts automatically.
• Restore all your contacts to your existing phone
or tablet from your Lookout.com account
• **Protect your valuable pictures and call history
automatically.
• **Transfer your contacts, pictures, and call
history to a new device from Lookout.com
Avast!:
Rating: 4.7

MAIN FEATURES
Antivirus: Scans installed apps and memory card
content on demand and new apps upon first use.
Privacy Report: Scans and displays access rights
and intents of installed apps.
Anti-Theft (hidden component): Gives you
remote control via SMS or Web (cell phone
tracking, activate siren, memory wipe, etc.).


ইন্সটল করার পর avast! Anti-theft প্লে- স্টোর
থেকে নামিয়ে নেবেন।
Where’s my Droid:
Rating: 4.6




অন্য ফোন থেকে SMS পাঠিয়ে আপনার
ফোনকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
Application Features
~ Find phone by making it ring/vibrate
~ Find phone using GPS location
~ Text your attention word
~ Passcode protection to prevent unauthorized
app changes
~ Notification of changed SIM card or phone
number
~ Stealth Mode hides incoming text with attention
word
~ White/Black list to control who can use the app
via text
~ No battery drain
Android Lost:
Rating: 4.5

Features:
Remotely control your Android phone from the
internet or by SMS.
Features:
* read sent and received SMS messages
* wipe phone
* lock phone
* erase SD card
* locate by GPS or network
* start alarm with flashing screen
* send SMS from web page
* message popup
* forward calls
* remote install
* phone status: battery, imei, etc.
* remote SMS alarm
* remote SMS lock and unlock
* remote SMS erase SD card
* remote SMS wipe phone
* remote SMS APN control
* start/stop GPS
* start/stop WIFI
* hide from launcher
* email when SIM card is changed
* get call list
* take picture with front camera
* take picture with rear camera
* make your phone speak with text-to-speech
* SMS message command
* SMS speak command
* lock timeout
* restore settings on boot
* record sound from microphone
* start and stop data connection from SMS
* start and stop WIFI connection from SMS
* content browser prototype
যদি ইন্সটল করার আগেই ফোন হারিয়ে যায়
তাহলে AndroidLost Jumpstart ব্যবহার করুন।
AndroidLost Jumpstart
This is NOT androidlost. Do NOT install this
unless you have a lost tablet without SMS
connection and cannot start the registration
process.
This app will wake up the registration process
on the androidlost app when ever a phone call is
made, an SMS received, battery is low, a
package is added, removed or changed.
There is no graphical user interface for this app.
So first install this app, then androidlost, wait a
few minutes and finally log in to
www.androidlost.com. If all goes well you should
get a “Congratulations…” message.
Prey Anti-Theft:
Rating: 4.1

Features:
– GPS + Wifi geo-location.
– SIM change detection.
– SMS or Push (On Demand) activation (2.2+).
– Lock phone/tablet for privacy (2.2+).
– Uninstall protection (2.2+).
– Loud alarm sound.
– Alert messages to user.
Cerberus:
প্রথমে Cerberus ইন্সটল করবেন আপনার
ফোনে। তারপর অন্য একটি ফোনে যেটা
দিয়ে আপনার ফোন ট্র্যাক করতে চান
সেখানে ইন্সটল করবেন Cerberus Client ।
cerberus client

এছাড়া আরো অনেক Apps আছে যা
আপনাকে আপনার ফোন খুঁজতে সাহায্য
করবে।
Google Latitude:
গুগলের ল্যাটিচুড সার্ভিস দিয়ে আপনি
আপনার ফোন খুঁজে বের করতে পারেন। এজন্য
আপনাকে Google Location এর GPS Location
অ্যালাউ করতে হবে।
১। প্রথমে ফোনের Menu > Maps এ যান
২। তারপর Options এ গিয়ে Latitude সিলেক্ট
করুন
৩। ম্যাপে আপনার ফোনের অবস্থান
দেখাবে। ফোন হারিয়ে গেলে পিসি থেকে
বা অন্য কোন Android ডিভাইস যেটাতে
আপনার e-mail দিয়ে Location শেয়ার করা
আছে সেখান থেকে আপনার ফোনের location
উদ্ধার করা সম্ভব। আরো দেখুনঃ
http://uk.answers.yahoo.com/question/index?
qid=20120413095850AAuVQOv
Locate your friends in real time with Google
Latitude
প্রতিকারমূলক ব্যবস্থাঃ
১। ফোন হারিয়ে গেলে পুলিশকে জানান
২। সিম অপারেটর সার্ভিস সেন্টার থেকে
তুলে ফেলুন
৩। আপনার আত্মীয়- স্বজনদের জানান
৪। কোন নিরাপত্তা মূলক Application ইন্সটল
করা থাকলে তার সাহায্য নিন
এখন যদি সফটওয়্যার ইন্সটল করা না থাকে
তাহলে? আপনার শেষ ভরসা Plan-B । Lookout
এর এই সার্ভিসের মাধ্যমে আপনি
রিমোটলি আপনার ডিভাইসে Lookout ইন্সটল
করে তার সাহায্যে ফোন খুঁজে বের করতে
পারেন।
Plan-B:

কিভাবে ব্যবহার করবেনঃ https://
blog.lookout.com/blog/2012/05/09/find-your-
lost-phone-plan-b/
আশা করছি ফোন হারানোর ভয় কিছুটা
হলেও দূর করতে পেরেছি।
Apps যা দিয়েছি সবই ফ্রি। পেইড apps ইচ্ছা
করলে ব্যবহার করতে পারেন। যেমনঃ MCafe,
Kaspersky, AVG Antivarus ইত্যাদি।
বি.দ্র. : অনেকগুলো application এর লিঙ্ক
দিয়েছি। কিন্তু কিভাবে ব্যবহার করতে হয়
বলতে পারলাম না। বুঝতেই পারছেন সব গুলো
ব্যবহার করে ব্যবহারপ্রণালী দেওয়া সম্ভব
না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
যদি কোনো ভুল তথ্য( misinformation) থাকে
বা কোন গুরুত্বপূর্ন তথ্য উল্লেখ করে না
থাকি অবশ্যই জানাবেন।
//
নিচের টিউনগুলো লখ্য করুন, কাজে লাগতেও
পারে
অবিশ্বাস্য কিছু লাইভ ওয়ালপেপার-
শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্য!
LAVA IRIS বাংলাদেশের আন্ড্রয়েড
জগতে এই প্রথম কম দামে নিয়ে আসছে
দুটি আন্ড্রয়েড ফোন
ঝটপট দেখে নিন এনড্রয়েড এর কিছু
গুরত্বপূর্ন কোড…!
চরম কিছু আন্ড্রয়েড Apps ডাইরেক্ট
ডাউনলোড(mediafire) লিংক সহ
বর্ণনা।

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here