Android মোবাইল দিয়ে প্রতিদিন ইনকাম করুন 500-600 টাকা একদম সহজে। 24 ঘন্টাই পেমেন্ট With proof

11
285
TrickBest.Com

TrickBest.Com

সবাইকে সালাম জানিয়ে টিউন শুরু করছি।

আমি যে এপটা শেয়ার করতে যাচ্ছি সেটা অনেকেই ইতিমধ্যে ব্যবহার করেছেন। কিন্তু রেফারেলে কম টাকা দেওয়াতে অনেকেই সেটাতে আর কাজ করেননা।

অ্যাপটির বৈশিষ্ট্য –
1. অ্যাপটিতে সাইন আপ করার পর ভিতরে যে অ্যাপগুলা থাকে ওগুলা ইনস্টল করে প্রতি অ্যাপে 15-20 টাকা এবং প্রতি রেফারেলে 40 টাকা ইনকাম করা যায়।

কিন্তু আগে এই অ্যাপটির একটা দোষ ছিল । ওরা মিনিমাম পেমেন্ট দিত 50 টাকা। কিন্তু কয়েকদিন আগে ওরা অ্যাপটির লেটেস্ট ভার্শন বের করেছে যেখানে ওরা সর্বনিম্ন 10 টাকা থেকে পেমেন্ট দিচ্ছে।

এবার বলি অ্যাপটির নাম। নাম হলো Mcent তবে এটি লেটেস্ট ভার্শন তাই আগের সব সমস্যার সমাধান নতুন ভার্শনে করা হয়েছে।

Download Link – Download Mcent (Latest + Bug fixed).apk

যা যা করবেন,
১) আপনার নাম্বার দিয়ে Sign Up
করেন।
২) Mcent এ দেখেন কিছু app আছে যে
গুলা
ডাউনলোড করলে আপনি টাকা
পাবেন।
[যেভাবে একটি এ্যাপ ইনস্টল করবেন ↓↓ ]
৩) ইচ্ছা মত একটা App এ ক্লিক করেন।
৪) get the app এ ক্লিক করেন।
৫) ইউসি অথবা অপেরা select করেন।
৬) ডাউনলোড শেষ হলে সাথে সাথে
Play
store
থেকে app টা অপেন করে
40 সেকেন্ড
অপেক্ষা করেন।
৭) এরপর account এ টাকা অ্যাড হয়ে
যাবে।
৮) সর্বনিম্ন 10 টাকা হলে রিচার্জ করতে
পারবেন ।
এবার Try করে দেখুন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো
থাকুন এবং সব সময় এই সাইটের সঙ্গেই থাকুন ।।।

আর কোন সমস্যা হলে ফেসবুকে আমি আছি

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here