ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বে আলোচনা করেছিলাম ওয়ার্ডপ্রেসের সাইটে পেজ তৈরী এবং সেটাকে পাবলিশ/প্রকাশ করার পদ্ধতি নিয়ে। আজকের আলোচনার বিষয় ওয়ার্ডপ্রেস সাইটে পাঠকদের মন্তব্য পরিচালনা করার নিয়ম নিয়ে। অর্থাৎ, আপনি ওয়ার্ডপ্রেস সাইটের প্রকাশিত পোষ্ট/লিখা গুলোতে কেউ মন্তব্য/প্রতিক্রিয়া প্রকাশ করলে সেগুলোকে কিভাবে পরিচালনা করবেন সেগুলো নিয়ে চিত্রভিত্তিক বিস্তারিত আলোচনা। নিচের ওয়ার্ডপ্রেসের Comments (মন্তব্য) সেকশনের ছবিটি দেখুন…
মন্তব্য/পাঠক প্রতিক্রিয়া ওয়ার্ডপ্রেস ব্লগের/সাইটের অনেক গুরুপ্তপূর্ণ একটি অংশ। সহজ এবং ইউজার ফ্রেন্ডলি মন্তব্য প্যানেলের জন্য ওয়ার্ডপ্রেসের জুড়ি মেলা ভার। ব্লগিং প্লাটফর্ম হিসেবে আপনি ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা হওয়ার পিছনে মন্তব্য প্যানেলের অবদান অনস্বীকার্য। আপনি ব্লগ/সাইটের এডমিন হিসেবে মন্তব্য পরিচালনা করতে পারেন অথবা আপনি আপনার সাইটে Editor নিয়োগ দিয়েই পরিচালনা করাতে পারেন।
চলুন দেখি কিভাবে মন্তব্য পরিচালনা করবেন…
১. ওয়ার্ডপ্রেসে Comments (মন্তব্য) সেকশনে ক্লিক করার সাথে সাথেই আপনি মন্তব্য প্যানেলের পেজে চলে আসবেন। নিচের চিত্রটি দেখুন… বাই ডিফল্ট সেখানে ১টি মন্তব্য পাবেন সেটাও স্বয়ংক্রিয় ভাবে করে রাখা। অর্থাৎ, আপনি যতবার-ই নতুন সার্ভার ওয়ার্ডপ্রেস ইন্সটল করেন না কেন। এই স্বয়ংক্রিয় মন্তব্যটি পাবেন-ই।
২. মনে করুন আপনার সাইটে কেউ মন্তব্য করেছেন। এবং আপনার সাইটে মন্তব্য মডেরেশন চালু আছে। তাহলে দেখুন ব্যাপারটি কেমন হয়…
ক) যখন মন্তব্য মডেরেশন সিস্টেম চালু থাকেঃ ড্যাশবোর্ড Settings থেকে Discussion তারপর নিচের ইমেজের মতো মডেরেশন সেটিং এ চেক মার্ক করে দিতে হয় যদি পাঠক মন্তব্য সরাসরি প্রকাশ করতে না চান। নিচের চিত্রটি লক্ষ করুন…
খ) মডেরেশন সিস্টেম চালু থাকলে পাঠক মন্তব্য যেভাবে জমা হয় Comments প্যালেনে। নিচের ইমেজ-টি দেখুন…
৩. আপনি যদি মন্তব্যটি প্রকাশ করতে ইচ্ছুক হন তবে সেটিকে এপ্রুভ করে দিবেন নিচের মতো…
৪. মন্তব্য এপ্রুভ করার পর নিচের মত হবে…
৫. ধরুন, আপনার সাইটে কোন লিখায় কেউ কেউ বাজে মন্তব্য করেছে যা আপনি মুছে দিয়েছেন অথবা ভুলে ভাল মন্তব্য মুছে দিয়েছেন। নিচের মতো…
৬. এখন আপনি আপনার মুছে যাওয়া মন্তব্যগুলো পাবেন Trash এ। ভাল মন্তব্য বা আপনি চাইছেন এমন কোন মন্তব্য পুনরায় ফিরে পেতে Trash থেকে উক্ত মন্তব্যে Restore ক্লিক করুন। নিচের মতো…
তাহলে আবারো আপনি আপনার মন্তব্য প্যানেলে উক্ত রিষ্টোরকৃত মন্তব্যটি পেয়ে যাবেন।
কিছু কথাঃ আপনি যদি কোন কমিউনিটি ব্লগ পরিচালনা করেন তাহলে মন্তব্য মডেরেশন না রাখাটাই ভাল। কারণ কমিউনিটি ব্লগ গুলোতে প্রতিনিয়ত মন্তব্য আসে পাঠকদের থেকে। তাই, শুধুমাত্র কমিউনিটি ব্লগের ক্ষেত্রে এই পদ্ধতি তেমন ভাল ফলাফল বয়ে আনবে না। আপনি যদি Editor রেখে প্রতিটি মন্তব্য মডারেশন করায় নেন সেটা একান্ত আপনার ইচ্ছার উপরের নির্ভর করবে। আর ব্যক্তিগত ব্লগের ক্ষেত্রে বেশির ভাগ ব্লগাররা মন্তব্য মডারেশন রাখেন যাতে করে কোন বাজে মন্তব্যের দ্বারা বিব্রত হতে না হয়।
ওয়ার্ডপ্রেস মন্তব্য প্যানেল টিউটোরিয়াল এখানেই শেষ! দেখা হবে সামনের পোস্টিং এ! 🙂
সেই প্রত্যাশায় সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! 🙂