চলে এলো February 29th, লিপ ইয়ারের সেই বাড়তি দিনটি। শেয়ার করো সবার সাথে কিভাবে কাটাবে অন্যরকম এই দিনটি কারন গ্রামীণফোন দিচ্ছে ৩৬৬ এমবি ইন্টারনেট মাত্র ২৯ টাকায়।
★ অফারটি পেতে ডাায়াল
*5000*191#
★ মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম শেষ হলে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে টাকা 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য হবে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
★ ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল
*121*1*2#
★ মূল্যের উপর সম্পূরক শুল্ক এবং ভ্যাট প্রযোজ্য
★ অফারটি চলবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত।
★ অফারটির মেয়াদ ৩ দিন।প্যাকের মেয়াদ অ্যাক্টিভেশনের দিনসহ।