বিভাগ তৈরী এবং পরিচালনা!

11
270

ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের আবারো স্বাগতম। গত পর্বে আলোচনা করেছিলাম ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী প্রোফাইল তৈরী এবং আপডেট নিয়ে। আজকের আলোচনার বিষয় ওয়ার্ডপ্রেস সাইটে ক্যাটাগরী তৈরী করার নিয়ম নিয়ে। মানে, আপনি ওয়ার্ডপ্রেস সাইটে লিখা পাবলিশ/প্রকাশ করার সময় লিখাটি অবশ্যই কোন নির্দিষ্ঠ বিভাগে রাখবেন। সেজন্য কিভাবে বিভাগ (Category) তৈরী করবেন সেই পদ্ধতিগুলো নিয়ে চিত্রভিত্তিক বিস্তারিত আলোচনা করবো। নিচের ওয়ার্ডপ্রেসের বিভাগ (Category) সেকশনের ছবিটি দেখুন…

মূল আলোচনায় যাবার পূর্বে জেনে নেয়া ভাল…

Category এর জন্য ওয়ার্ডপ্রেসে আলাদাভাবে সতন্ত্র কোন সেকশন নাই। Post (পোস্ট) সেকশনের সাথে Category- কে কম্বিনেশন করে দেয়া হয়েছে। তাই, Category কে আলাদাভাবে অন্য কোথায় পাওয়া যাবে না।

চলুন এবার Category তৈরী করি…

১. আপনার Dashboard এ লগিন করেন Posts সেকশন থেকে Categories ক্লিক করুন। নিচের মতো Category পেজ পাবেন…

বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে Uncategorized নামে একটি Category পাবেন। আপনি চাইলে এই ক্যাটাগরিকে রিনেম করে নতুন নাম দিতে পারেন অথবা নতুন ক্যাটাগরি তৈরী করে নিতে পারেন। চলুন আমার নতুন ক্যাটাগরি তৈরী করি…

২. Category পেজের বাম পাশের থেকে Add New Category এর নিচে লক্ষ করুন… Name – এখানে আপনি যে নামে ক্যাটাগরি করতে চাইছেন সেই নামটি ইংরেজিতে লিখুন… আমি লিখলাম “Blogging”।

এবার Slug, Slug হচ্ছে আপনার ক্যাটাগরি এর ইউআরএল মানে ঠিকানা। আপনি আপনার সাইটের থেকে সরাসরি ক্যাটাগরি ব্রাউজ করতে এই স্লাগ (Slug) টি পাবেন। যেমনঃ আমি আমার ক্যাটাগরির নামের সাথে মিল রেখে স্লাগ নাম দিয়েছি “blogging”। এটা অবশ্যই করনীয়। একটি ইউজার ফ্রেন্ডলি স্লাগ ইউআরএল আপনার সাইটের জন্য অনেক ভাল রেপুটেশন নিয়ে আসে। মনে রাখবেন, স্লাগName –এ সবসময় ছোট হাতের অক্ষর(a, b, c এভাবে), সংখ্যা(1, 2, 3 এভাবে) এবং হাইপেন (-) ব্যবহার করতে পারবেন।

ওকে, ক্যটাগরি এবং স্লাগ নাম দেওয়ার পর নিচের Add New Category –তে ক্লিক করুন… দেখুন নিচের মতো ক্যাটাগরি আপনার সাইটের যুক্ত হয়েছে… নিচের পেজে লাল মার্কিং করে দিয়ে ক্যাটাগরি এর নাম এবং স্লাগ নামটি খেয়াল করুন। 🙂

৩. ক্যাটাগরি তৈরী হল এবার আসুন প্যারেন্ট ক্যাটাগরি তৈরী করি। তার আগে জেনে নেই “প্যারেন্ট ক্যাটাগরি” কি?

প্যারেন্ট ক্যাটাগরি হল একটি মূল ক্যাটাগরি যার আওতায় আরও অনেক গুলো সাব-ক্যাটাগরি থাকে বা থাকতে পারে। ধরুন, আপনি চাইছেন আপনার সাইটে Blogging নামে একটি ক্যাটাগরি থাকবে এবং সেই ক্যাটাগরিটিতে WordPress Blogging, BlogSpot Blogging, Joomla Blogging এবং সাব-ক্যাটাগরি রাখবেন। তাহলে Blogging প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে WordPress Blogging, BlogSpot Blogging, Joomla Blogging হবে সাব-ক্যাটাগরি। চলুন কিভাবে করবেন দেখে নিই…

আগের মতই ক্যাটাগরি Name, স্লাগ Name দিন Add New Category থেকে। এবার স্লাগের নিচে থেকে Parent এর ড্রপডাউন এ ক্লিক করুন। (এখানে বলে রাখার ভাল আপনি যে প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে সাব-ক্যাটাগরি তৈরী করতে চাইছেন সেটা আগে থেকে তৈরী থাকতে হবে। যেভাবে আপনি উপরের তৈরী করলাম।) প্যারেন্টে ক্লিক করার পর যে ড্রপডাউন লিস্টটি পাবেন সেখানে থেকে আপনার প্যারেন্ট ক্যাটাগরি নির্ধারন করুন। নিচের ইমেজটি লক্ষ করুন…

প্যারেন্ট বিভাগ/ক্যাটাগরী

ক্যটাগরি Name, স্লাগ Name এবং Parent ঠিকমত নির্ধারন করে দেওয়ার পর পেজের নিচে Add New Category-ক্লিক করুন।

৪. সব কিছু ঠিক থাকলে নিচের মতো প্যারেন্ট ক্যাটাগরি এবং সাব-ক্যাটাগরি পাবেন লাল মার্ক করে দেখানো…

ওয়ার্ডপ্রেস Category প্যানেল টিউটোরিয়াল এখানেই শেষ! দেখা হবে সামনের পোস্টিং এ! 🙂

সেই প্রত্যাশায় সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন! 🙂

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here