ম্যাজিক নাম্বার হচ্ছে ৪।

22
292

শূন্য থেকে নয় পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা। সংখ্যামালার
মূল ভিত্তি। কিন্তু, এদের মাঝে ম্যাজিক নাম্বার হচ্ছে ৪।
কেন? সংখ্যামালার ভর যেন এই ৪।

আপনি ইংরেজিতে বানান করে যেকোনও সংখ্যা লিখুন। কটা
লেটার লিখলেন। এবার সেটা গুনে আবার কথায় লিখুন।
দেখবেন একসময় লেটার সংখ্যা গুনতে গুনতে ৪-এ এসেই
দাঁড়াচ্ছে। কারোর একটু আগে। কারোর একটু পরে।

দু-একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলা যাক-

Twelve শব্দটায় লেটারসংখ্যা 6। 6-কে কথায় লিখলে
Six। লেটারসংখ্যা 3। কথায় লিখলে হয় Three।
লেটারসংখ্যা 5। কথায় লিখুন, Five। কী এবার কটা
লেটার হল? গুনে দেখুন ৪।

বিশ্বাস না হলে যে কোনও নাম্বার নিয়ে পরীক্ষা করে
দেখতে পারেন।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here