এখন সময় কত? কয়টা বাজে? বলে দেবে আপনার ফোন, সাথে আবার আপনাকে সালাম ও দিব, তাও আবার সবকিছু বাংলায়

11
509

প্রথমেই বলে রাখি সকল ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। ক্ষমা একটি মহৎ গুণ।

আজ আমি শেয়ার করবো আপনার শখের Android Phone এর জন্য একটা দরকারি এপ্স। আমি যে গুলো দিব আশা করছি সব গুলোই কাজ করবে, মানে আমি আগে নিজে টেস্ট করি, তার পরে টিউন করি।

 

প্রথমেই দেখে নিন, এই এপ্সের মধ্যে কি কি আছে/কি কি সুবিধা পাচ্ছেন,

  • প্রতি মিনিট/ঘণ্টায় সময় বলবে
  • চাইলে রাতে বন্ধ ও করে রাখতে পারেন
  • শিডিউল করে চালানো যায়
  • বাংলায় সময় বলবে
  • আপনাকে সালাম দিবে (আসসালামু আলাইকুম)
  • ক্লিয়ার কথা বলবে
  • থিম চেঞ্জ করা যাবে
  • আপডেট ভারশন আসলে পাও্যা আবে
  • নতুন লুক ও ডিজাইন

 

 

 

বাংলা ভয়েস ঘড়ি 

Size only ৩.৮ মেগা

এপ্স ডাউনলোড লিংকঃ এখানে

 

 

তাহলে আর কি, হয়েই গেল। এপ্স তো পেয়েই গেলেন। টিউন টি যদি আপনার ভাল লেগে থাকে, আমাকে একটা থ্যাংকস দিয়েন। খুশি হব। আগামীতে নতুন নতুন এপ্স দিতে মন চাইবে।

আর কারোর কোন সমস্যা হলে টিউমেন্টে জানাবেন। সমাধান দেওয়ার চেষ্টা করবো। খুব বেশি হয়ত জানি না। যত টুকু জানি, তা দিয়েই সাহাজ্য করার সর্ব চেষ্টা করবো।

আবারো সালাম জানিয়ে শেষ করছি,

আসসালামু আলাইকুম

(সালাম দিলে ৯০ নেকি, আর জবাব দিলে ১০ নেকি।নিজে সালাম নিন, অন্যকে সালাম দিন)

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here