চুরি ঠেকাতে স্মার্ট তালা

11
279

 

চোর-ডাকাতের ভয়ে ঘুম আসছে না! সব সময়ই দুশ্চিন্তা- কখন কী হয়, কে জানে! বাড়ি ফাঁকা রেখে বাইরে যেতেও হাজারো দুশ্চিন্তা। কিন্তু মুশকিল আসান এখন হাতের মুঠোয়। অন্তত এমনই দাবি ভারতের বাঁকুড়ার বিপুল কুণ্ডুর। আর এই দাবির পিছনে রয়েছে, তারই নয়া আবিষ্কার।

চুরি-ডাকাতির ভয়ে, বাড়ি ছেড়ে একটুআধটু ঘুরে বেড়ানোর নেশাটুকুও অনেককে জলাঞ্জলি দিতে হয়েছে। এই সমস্যা থেকে মুক্তির পথ খুঁজতেই দিনরাত এক করে দেন বাঁকুড়ার গ্রিন গার্ডেন এলাকার বাসিন্দা বিপুল কুণ্ডু। বিফলে যায়নি চেষ্টা। তার আবিষ্কার- স্মার্ট তালা।

ফোনে বাজবে স্মার্ট তালার কলিং। তালাটি সচল রাখতে, এর ভিতরে থাকা সিম কার্ডটিকে সবসময় চালু রাখতে হবে। নিয়মিত চার্জও দিতে হবে এটিকে। তালার তিন-চারটি মডেল ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন বিপুল কুণ্ডু।

বিপুল কুণ্ডু পেশায় সাধারণ মিস্ত্রি। অবিষ্কারের নেশাই তাকে করে তুলেছে অসাধারণ। বিপুলের দাবি, তার এই স্মার্ট তালার উপর ভরসা রেখে নিশ্চিন্তে বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়তে পারবেন যে কেউ।

সূত্র: জি নিউজ

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here