মা হলেন টেস্ট-টিউব বেবি

10
314

 

৩০ বছর আগে পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গেই ইতিহাস তৈরি হয়েছিল৷ ৩০ বছর পর সন্তানের জন্ম দিয়ে ফের নজির গড়লেন টেস্ট টিউব বেবি হর্ষা৷
মুম্বইয়ের প্রথম টেস্ট টিউব বেবি হিসেবে সংবাদের শিরোনামে উঠে এসেছিল হর্ষা চাবড়া শাহর নাম৷ সোমবার একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্য দিলেন তিনি৷ তিন দশক আগে যে চিকিৎসক দলের হাত ধরে ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির মাধ্যমে হর্ষার জন্ম হয়েছিল, সেই দলই মঙ্গলবার হর্ষাকে মা হওয়ার আনন্দ দিল৷
উচ্ছ্বসিত হর্ষা বলছেন, “শিবরাত্রির দিন ও জন্মেছে৷ আমি ভগবানের আশীর্বাদ৷ আশা করি, আমার সন্তানও৷ কতটা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না৷” গর্ভধারনের জন্য হর্ষাকে আলাদা করে কোনো পদ্ধতি গ্রহণ করতে হয়নি বলে জানিয়েছেন তার স্বামী৷ আর পাঁচজন সাধারণ দম্পতির মতোই বাবা-মা হওয়ার সুখ পেয়েছেন তারা৷
হর্ষাকে জগতের আলো দেখিয়েছিলেন মহিলা চিকিৎসক ডাক্তার ইন্দিরা হিন্দুজা৷ তিনি বলছেন, হর্ষা মা হওয়ার সঙ্গেই যেন চোখের সামনে জীবনচক্র পরিপূর্ণ হতে দেখলেন তিনি৷ হর্ষার পর এই চিকিৎসক দল আরও ১৫ হাজার টেস্ট টিউব বেবির জন্ম দিয়েছে৷ মা হয়ে হর্ষা দুনিয়ার কাছে উদাহরণ তৈরি করলেন, যে ব্যতিক্রমীভাবে জন্মেও স্বাভাবিক নিয়মেই মা হওয়া যায়৷ সিজারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি৷ চিকিৎসকরা জানিয়েছেন, তার শিশু সম্পূর্ণ সুস্থ৷

[the_adid=”1778″]

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here