এবার বর্ণমালা সিম নিন আনলিমিটেড!

21
323

টেলিটকের বর্ণমালা সিম একটা স্টুডেন্টের জন্য একটাই নেওয়া যায়। কিন্তু আমি আপনাদের দেখাবো কি করে একাধিক সিম নিবেন

টেলিটকের বর্ণমালা সিম নিতে হলে প্রথমে এসএমএস পরে দুই ধাপে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। সাধারন সিস্টেম অনুযায়ী যারা রেজিস্ট্রেশন করছেন তারা বুঝতেই পারছেন এখানে সিকিউরিটি হলো স্টুডেন্টের রেজিস্ট্রেশন নম্বর আর বার্থডে। আপনি আপনার ফ্রেন্ডের এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর আর বার্থডে জানলেই তার সিমটা নিতে পারবেন।

এখন কথা হচ্ছে কি করে একাধিকবার রেজিস্ট্রেশন করবেন। আপনার এসএসসি এর রোলের সাথে ১ যোগ করেন আর আপনার রেজিস্ট্রেশন নম্বরের শেষেও ১ যোগ করেন। পেয়ে গেলেন একটা ফ্রেন্ডের রোল আর রেজিস্ট্রেশন নম্বর। এখন দরকার তার বার্থডে। বার্থডে দেখতে Educationboardresults  এ গিয়ে রোল নম্বর, বোর্ড আর পাশের সাল দিয়ে রেসাল্ট দেখেন।ওখানে আপনি তার বার্থডে পাবেন। পেয়ে গেলেন দরকারি সব তথ্য। এবার তার জন্য বরাদ্দকৃত সিমটাও আপনি রেজিস্ট্রেশন করে নিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের তৃতীয় ধাপে সিম ওনার হিসাবে Gurdian কে সিলেক্ট করতে হবে অবশ্যই। নিজের নামে নেওয়া যাবে না। গার্ডিয়ানের ওখানে যে কারোর একটা ভোটার আইডির তথ্য দিলেই হবে।

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here