কিভাবে আপনার পাসওয়ার্ড নিরাপদ করবেন এবং কিভাবে আপনার পাসওয়ার্ড হ্যাক হতে পারে।

23
272

images (2)অনলাইনে তাদের ব্যক্তিগত
বিষয় নিয়ে প্রচুর
লেখালেখি করেন, তাদের
সাবধান হওয়ার সময় এসেছে।
কেননা ইন্টারনেটে অপরাধীরা ওত
পেতে আছে আপনার তথ্য
দিয়ে প্রিয়জনদের ক্ষতি করার
এবং নিজেরা লাভবান হওয়ার জন্য৷
সামাজিক যোগাযোগ
মাধ্যমে ব্যক্তিগত তথ্য হরহামেশাই
দিতে থাকেন ব্যবহারকারীরা৷
কেউ বেশি দেন, কেউবা কম৷ কিন্তু
এমন কিছু তথ্য যেগুলো বাইরের
মানুষ জানলে আপনার
ক্ষতি হতে পারে, তেমন তথ্য
না দেয়ারই পরামর্শ দিয়েছেন
জার্মানির নর্থ রাইন
ওয়েস্টফালিয়া রাজ্যের ফলিত
বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের
ইন্টারনেট নিরাপত্তা বিভাগের
পরিচালক নরবার্ট পলমান৷
এমনকি যেসব অপরাধীরা আপনার
পোষা প্রাণী বা প্রিয়জনের নাম
জানে, তারা সেটি জেনে
আপনার
পাসওয়ার্ড বের
করে ফেলতে পারে৷ এমনকি জটিল
পাসওয়ার্ড ব্যবহারকারীদের
ক্ষেত্রেও তারা সেটি বের
করতে সক্ষম
হতে পারে বলে মনে করেন।
পলমান
বিশেষজ্ঞরা বলছেন, পাসওয়ার্ড
পরিবর্তনের ক্ষেত্রে কিছু
নিরাপত্তা প্রশ্ন দেয়া থাকে,
যেমন জন্মদিন, প্রিয়জনের নাম
যা থেকে ফেসবুকে ওই
ব্যক্তিকে বের করে ফেলাও সহজ৷ এর
ফলে যেটা হতে পারে অপরাধীরা
ওই নাম ব্যবহার করে লাভবান
হতে পারে৷ কীভাবে? যেমন
আপনার ফেসবুক স্ট্যাটাস
থেকে অপরাধী জানতে পারলো
আপনার মেয়ে লন্ডনে৷

তখন সে আপনার আত্মীয়দের
নামে কয়েকটি মেল পাঠাবে,
যেখানে হয়ত
বলা থাকবে যে আপনার মেয়ে সড়ক
দুর্ঘটনায় আহত, তার জন্য
জরুরি ভিত্তিতে অমুক ঠিকানায়
অর্থ
পাঠান৷

আর আপনি ওই অর্থ পাঠালেই
সেটা চলে যাবে তাদের কাছে৷
তাই অনলাইনে তথ্য দেয়ার
ক্ষেত্রে নিজের সাধারণ জ্ঞান
খাটানোর কথা বলেছেন পলমান৷
যেমন, অর্থ পাঠানোর
আগে বিষয়টি খতিয়ে দেখা
আসলেই
আপনার মেয়ে দুর্ঘটনায় আহত
হয়েছেন
কিনা৷images (2)

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here