ডিমের জন্য যুদ্ধ

11
446

বাংলাদেশি গেমস নির্মাতা প্রতিষ্ঠান বাজ বাংলা লিমিটেড প্রকাশ করেছে নতুন গেম ‘অ্যাকশন এগ’। অ্যান্ড্রয়েড এবং আইওএস-চালিত স্মার্টফোন কিংবা ট্যাবলেটে বিনা মূল্যে নামিয়ে নিয়ে খেলা যাবে এটি।
অ্যাডভেঞ্চার ঘরানার গেমটি মূলত আত্মরক্ষামূলক গেম, যেখানে খেলোয়াড়কে খেলতে হবে একটি ডিমের ভূমিকায়। গেমটির পটভূমি রাখা হয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনি ধাঁচের। একটি মহাকাশযানে করে ভিন্নগ্রহের প্রাণীরা এসে এক সুবিশাল ডিম নগরী থেকে তুলে নিয়ে যায় কয়েকটি ডিম। গেমের বিভিন্ন ধাপ পেরিয়ে, এই ডিমগুলোকে উদ্ধার করে নিয়ে আসাটাই খেলার লক্ষ্য।
প্রথম দিকে সহজ হলেও ধাপে ধাপে গেমটি কঠিন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। এই ধাপগুলোতে খেলোয়াড়কে বিভিন্ন প্রতিকূলতার মোকাবিলা করতে হবে। তবে খুব কঠিন লাগলে, সাহায্যের জন্য রাখা হয়েছে ৪টি ‘পাওয়ার’।

]
বাজ বাংলার পরিচালক ওবায়দুল আলম বলেন, অ্যাকশন এগ গেমটিতে সব মিলিয়ে ১০১টি লেভেল আছে। একবার নামিয়ে নিলে অফলাইনে খেলা যাবে এটি।

১০ বন্ধু মিলে গড়েছেন তাঁদের প্রতিষ্ঠানটি। শুধু বিদেশি নির্মাতাদের গেম না, বরং দেশীয় নির্মাতাদের গেমও দেশে জনপ্রিয় হোক, এটাই তাঁদের চাওয়া।
নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড:
https://goo.gl/EzQY1t

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here