সৌন্দর্য্য রক্ষায় মধু

22
294
সৌন্দর্য্য রক্ষায় মধু

 মৌমাছির চাক হতে সংগৃহীত মধুকে আমরা কে না চিনি। মধুর গুণ সম্পর্কেও আমাদের সবার কিছুটা হলেও জ্ঞান আছে। সকল কিছুর মহা ঔষধ রূপে কাজ করে আসছে মধু।

সৌন্দর্য্য রক্ষার্থে মধু বিশেষ ভুমিকা পালন করে। আমরা হয়তো সবাই এ সম্বন্ধে সম্পূর্ণভাবে জানি না। আসুন সবার পরিচিত এই মধু কাজে লাগাই সৌন্দর্য বৃদ্ধিতে।

সৌন্দর্য্য রক্ষায় মধু

সৌন্দর্য্য রক্ষায় মধু

সৌন্দর্য্য ধরে রাখতে মধুর ব্যবহার—

  • দৈনিক সকালে খালি পেটে এক গ্লাস গরম পানির মধ্যে এক চামচ মধু, অর্ধেক লেবুর রস মিশিয়ে সেই পানিটি পান করতে হবে।

এ নিয়মটি যদি আপনি দৈনিক পালন করতে পারেন তবে আপনার শারীরিক গঠন সঠিক থাকবে। মেদ-ভুরি হবে না। বয়সের সাথে আপনার চামড়া ঝুলে পরবে না। আপনার স্কিন হবে ঠিক যেমনটি আপনি চান।

  • এছাড়া বিভিন্ন হারবাল প্যাকের সাথে আপনি মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন।

এতে আপনার ত্বক অনেক মোলায়েম হবে।

  • নিম প্যাকের সাথে যদি আপনি মধু মিশিয়ে ব্যবহার করেন। তবে আপনার মুখের ব্রণের দাগ দূর হয়ে যাবে।

ত্বক সংক্রান্ত সকল সমস্যার সমাধান হচ্ছে মধু। মধুর সঠিক প্রয়োগ জানা থাকলে এর উপকার আপনি অনুধাবন করতে পারবেন। কারণ ত্বক ঠিক রাখা, ব্রণের দাগ দূর করা, মেদ কমানো সকল কিছুর সঠিক সমাধান করতে পারে একমাত্র মহা ঔষধ মধু।

অর্থাৎ আপনার সৌন্দর্য্যকে সব সময় ধরে রাখতে বিশেষ ভুমিকায় থাকবে মধু।

– See more at: http://www.ruplabonno.com/archives/7399#sthash.9oL1xOdB.dpuf

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here