৭ টি বাছাই করা একদম লেটেস্ট Portable Software’s যা সবার অতি প্রয়োজনীয়, (Computer এর ওপর থেকে চাপ কমান)

4
278

৭ টি বাছাই করা একদম লেটেস্ট ভারসনের Portable Software, সবাই যানেন যে Portable Software কত প্রয়োজনীয় কম্পিউটারের ওপর থেকে চাপ কমানোর জন্য এবং ব্যবহার করা কত সহজ এমনি Software গুলির তুলনায়, যা আপনার যখন প্রয়োজন তখন রান করবেন ততক্ষণ মেমোরি ব্যবহার হবে আপনার কম্পিউটারের কেটে কাজ শেষ close করে দিবেন আপনার কম্পিউটের ওপর আর অঝথা কনো চাপ থাকলো না, আপনার সব কাজ গুলি অনেক আরামে আর সাচ্ছন্দে করতে পারবেন, আর Portable Software ব্যবহার করাও যে এত মজা সেটাতো সবাই যানেন, এতকিছু লিখার কারন যদি কেউ Portable Software সম্বন্ধে না যানেন তাদের জন্য, যাহোক কি কি থাকছে এই বেস্ট ৭ এর লিস্টে দেখুন,

০১. (GIMP) image editorএটি একটি image editor Software যারা অনেক বেসিক কাজগুলি করতে চান ঝটপট করে ফোটোশপের ঝামেলায় যেতে না চান অথবা ফোটোশপের কাজ পারেন না তারা এটা খুব সহজে ব্যবহার করতে পারেন, এটি ছোট হলেও এর ব্যপক কিছু ফিউচার আছে, Download এখান থেকে করে নিতে পারেন চাইলে

 

 

০২. VLC Media Player Portable

কম্পিউটার ব্যবহার করেন অথচ VLC Media Player চেনেন না এরকম মানুষ খুঁজে পাওয়া দুরদায়, এটি একটি বিশ্ব বিক্ষাত্য ভিডিও প্লেয়ার একদম লেটেস্ট ভারসন এবং Portable। Download এখান থেকে করে নিতে পারেন চাইলে

 

03. AIMP Audio Player Portable

এটি একটি মাথা খারাপ করা Audio Player, আমার দেখা এবং ব্যবহার করা সবথেকে অসাধারন একটি Audio Player, এটির কথা যত বলবো কম হয়ে যাবে আর এটির এত জোস জোস কিছু ফিউচার আছে যা কল্পনারও বাহিরে, বিশেষ করে যারা চম্পিউটারে গান শোনেন অথচ সাউন্ড মনের মত হয়না এটি দিয়ে আওনি চাইলে Home theater বানিয়ে ফেলতে পারবেন আপনার কম্পিউটারের সাওউন্ড কোয়ালিটিকে, কিভাবে আপানার কম্পিউটারের সাউন্ড কোয়ালিটি আরো ভালো করবেন তার জন্য দেখতে পারেন.

আপনার Computer এর Sound Quality যা আছে তা কিছুইনা, দেখুন কিভাবে আরও অসাধারন সাউন্ড বানিয়ে গান শুনবেন হোম থিয়েটারের মত, অবাক হয়ে যেতেও পারেন,

প্রথমে প্লেয়ারটি সেটআপ দিন আর একটা গান প্লে করুন।

তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন….. (নম্বরগুলো স্ক্রিনশটের সাথে মিলিয়ে নিবেন)

১. প্লেয়ারের উপরের বাম কোণে সেটিংস আইকনে ক্লিক করুন। একটা নতুন উইন্ডো আসবে।

২. বামপাশের প্যানেল থেকে Transform Options সিলেক্ট করুন।

৩. এবারে ডানপাশের নিচের কোণে DSP Manager এ ক্লিক করুন। নতুন একটা উইন্ডো আসবে।

৪. Enhancer নির্দেশকটি ড্রাগ করে 2.40x এ নিয়ে যান।৫. Equalizer ট্যাব এ ক্লিক করুন।

৬. Switch on the Equalizer বক্স এ টিক দিন।

৭. Presets এ ক্লিক করুন।

৮. Headphones সিলেক্ট করুন।

৯. Apply তে ক্লিক করুন।

Download এখান থেকে করে নিতে পারেন চাইলে

০৪. Recover files Portable

এটি একটি ফাইল রিকোভারী Software যা আপনার অনেক কাজে লাগবে, এটি মূলত ভুলক্রমে ডিলিট হয়ে যাওয়া ফাইল উদ্ধারের কাজে লাগে, এটি ছোট এবং বেস্ট রেকোভারী Software

Download এখান থেকে করে নিতে পারেন চাইলে

05. FastStone Photo Resizer Portable

এটির নাম দেখেই বোঝা যাচ্ছে এটির কাজ কি, তুবুও বলি এটি একটি খুবি সুন্দর ফোটো কাটা কাটি করার Software এটি দিয়ে কিছু এডিটের কাজও করা যায়, আপনি অনেক সময় ফেসবুকে কভার ফোটো দিতে গেলে সেটির একটি মাপ লাগে তা নাহলে সঠিকভাবে কভার ফোটো ফেসবুকে Show করেনা এবং আপনার মন মতও হয়না, এটি থাকলে একদম নিশ্চিন্ত থাকতে পারবে ফোটোর মাপ নিয়ে,

Download এখান থেকে করে নিতে পারেন চাইলে

০৬. Opera Web Browser Portable

এটা হচ্ছে কি তা সবাই যানেন একটি Web Browser ইন্টারনেট ব্যবহার করার জন্য, এটা Portable এবং লেটেস্ট ভারসন যা ব্যবহার করে খুব আনন্দিত হবেন, বেশী কিছু বলবো না এটা নিয়ে,

Download এখান থেকে করে নিতে পারেন চাইলে

 

০৭. Firefox Web Browser Portable

এটি নিয়েও বেশী কথা বলবো না কারন এটি কি সবাই যানেন, এটিও একটি কম্পিউটারের সেরা Web Browser ইন্টেরনেট ব্যবহার করার জন্য, এটি লেটেস্ট এবং Portable, Portable জন্য এটি ব্যবহার করে মজা আর একদম লেটেস্ট জন্য এটির নতুন নতুন কিছু ফিউচার আছে যা মাথা নস্ট করা,

Download এখান থেকে করে নিতে পারেন চাইলে

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here