কাগজ অনলাইন ডেস্ক: পূর্ব-ঘোষণা অনুযায়ী স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য ২৫৬ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার ফ্ল্যাশ স্টোরেজ চিপের ব্যাপক উত্পাদন শুরু করেছে স্যামসাং।
নতুন এই স্টোরেজ চিপের তথ্য রিড/রাইট গতি বিদ্যমান ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজের (ইউএফএস) থেকে দ্বিগুণ হবে।
গত বছর দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ঘোষণা দেয়, মোবাইল ডিভাইসের জন্য ২৫৬ গিগাবাইটের ফ্ল্যাশ স্টোরেজ চিপ আনা হবে।
আগামী সেপ্টেম্বরের দিকে গ্যালাক্সি নোট ৬ ফ্যাবলেট বাজারে আনতে পারে স্যামসাং। গ্যালাক্সি নোট ৬ ফ্যাবলেটে নতুন ফ্ল্যাশ স্টোরেজ চিপ জুড়ে দেয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউএফএস ২.০ স্ট্যান্ডার্ডের ২৫৬ গিগাবাইটের ফ্ল্যাশ স্টোরেজ চিপ ৮৫০/২৫০ এমবিপিএস গতিতে তথ্য রিড ও রাইট করতে পারে, যা ইউএসবি ৩.০ সংযোগের মাধ্যমে পিসিতে যুক্ত করা হলে উচ্চগতির তথ্য ট্রান্সফার নিশ্চিত করবে।
এছাড়া এ চিপ বাধাহীন আল্ট্রা এইচডি ভিডিও চালাতে সক্ষম হবে।