CM Transfer ফাইল আদান প্রদান করুন চরম স্পিডে। Shareit কে হার মানালো। টেস্ট করেই বলুন সত্যি নাকি মিথ্যা

23
253

shareit থেকে ডাবল স্পিদ পাবেন। আমার মত যারা ফোনে ফাইল ট্রান্সফার করতে খুব ঝামেলায় আছেন, তারা সমাধান পাবেন। আমি ও পেয়েছি, আমার স্পিড খুব স্লো ছিল, ফাইল নিতে গেলে  অবশ্তা খারাপ ছিল। বাট এখন সব ওকে। আর কোন টেনশন নাই। অনেক ফাস্ট। তাই বলছি তাড়াতাড়ি নিন।  সমস্যা দূর হয়ে যাবে।

Apps Name: CM Transfer
Size: ৩.6 মেগাবাইট
Download Link: ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন

(আপনারা অনেকেই ডাউনলোড করতে পারেন না, Actually নিয়ম জানেন না, তাই বলে দিচ্ছি। আগে লিংকে যান। গিয়ে একটু নিচে নামেন, দেখেন একটা বক্সে টিক দেওয়া আছে। ওই টিক টা তুলে দিন।তারপর Click generate link এ ক্লিক করুন। তারপর নেক্সট পেজে Click here to Download লেখায় ক্লিক করুন। দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে)
আমার মূলতঃ টিউন করা আপনাদেরকে হেল্প করার জন্য। যা আমি টেকটিউনস্স থেকেই বুঝতে পেরেছি।
টিউন শেষে একটা কথায় বলতে চাই, আমার টিউনে যদি কোন /একটুও/তিল পরিমাণ ও ভুল হইয়ে থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে সেটা ক্ষমার চোখে দেখবেন। আসলে আমি হয়ত খুব একটা ভালমত লিখতে পারি না।

আমার টিউনটি পড়ে আপনার যদি ভাল লাগে, তবে শেয়ার করার অনুরোধ রইল।
তাহলে ভাই/বন্ধু আজকের মত আসি।
দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে আমার আগামী টিউনে

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here