এশিয়ার জনসংখ্যা কাজে লাগাতে চায় ফেসবুক

13
240

এশিয়া মহাদেশে ইন্টারনেটের প্রসার বৃদ্ধি পাওয়ার ব্যাপক সম্ভাবনা দেখছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। আর তার সুবিধা নিয়ে এ মহাদেশের বিপুল জনসংখ্যা কাজে লাগাতে চায় প্রতিষ্ঠানটি।Facebook   এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট হলেন ড্যান নিয়ারি বলেন, ”ইন্টারনেট খাতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সম্ভাবনা পৃথিবীর অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি। কারণ এখানেই বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের বাস। এ বিপুল জনসংখ্যাই অঞ্চলটির প্রধান সম্পদ। এ এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক; যা আমাদের আশাবাদী করে তুলেছে। এখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও অন্য অঞ্চলের তুলনায় দ্রুতগতিতে বাড়ছে।” তার দেয়া তথ্য মতে, ফেসবুকের বর্তমান ব্যবহারকারীর মোট সংখ্যা ১ দশমিক ৫৯ বিলিয়ন। এর মধ্যে প্রায় ৫৪০ মিলিয়নই এশিয়ায়। এটি গত ডিসেম্বরের হিসাব। এশিয়ার বিপুল জনসংখ্যার বিষয়টি মাথায় রেখে ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে ভারতে ফ্রি বেসিকস চালু করতে চেয়েছিল ফেসবুক। কিন্তু গত মাসে ভারতের টেলিকম রেগুলেটরি অথোরিটি (টিআরএআই) এর বিরুদ্ধে মত দেয়। সংস্থাটির বক্তব্য, এতে দেশটিতে বিদ্যমান ইন্টারনেট নিরপেক্ষতা (নেট নিউট্রালিটি) ভঙ্গ হবে এবং ব্যবসা ক্ষেত্রে সব প্রতিষ্ঠানের সমান অবস্থান বিনষ্ট করবে। 

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here