বুধবার বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভারতের আর সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে বাংলদেশ ১ রানের পরাজয় বরন করে নিয়েছে। এই হারটা মেনে নিতে পারাটা অনেকের কাছেই বেশ কষ্টকর। আর হারের সেই কষ্ট সইতে পারলেন না বাংলাদেশ দলের পেসার আল-আমিনের বাবা শাহ আলম। আজ ভোরে নিজের বাস ভবনে হৃদরোগে আক্রন্ত হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাংলাদেশ তিনি।
কাল বাংলাদেশের হয়ে মাঠে নামে আল-আমিন। বল হাতে পেয়েছেন বেশ ভালোই সাফল্য। আর দলের জয়ের জন্য গতকাল টিভির সামনে বসে হাত মুঠো করে দোয়া পড়ছিলেন তিনি। কিন্তু এই এক রানে পরাজয় কোনভাবেই মেনে নিতে পারেননি তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি এখন যশোরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন । এদিকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আল-আমিন হোসেন। উল্লেখ্য গতকাল থেকে স্থবির হয়ে আছে পুরো দেশ । কিছুতেই কেও মানতে পারছে না এমন হার ।সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতেও উঠে আসছে হতাশার বহিঃপ্রকাশ।