শেষ তিন বল নিয়ে যা বললেন মাশরাফি /

24
432

জয়ের জন্য শেষ ওভারের বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম কাজটাকে কিছুটা সহজ করে ফেলেছিলেন হার্দিক পান্ডের সেই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি চার মেরে। শেষ তিন বলে তখন মাশরাফিদের প্রয়োজন মাত্র দুই রান। কিন্তু এই সহজ কাজটিকে কঠিন করে শেষ পর্যন্ত হেরেই বসল লাল-সবুজের দল।

দুটি রান নিতে গিয়ে শেষ তিন বলে তিনটি উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। অবাক করার মতো ব্যাপার, তাঁর মধ্যে দুজনই ছিলেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে এই ম্যাচে হেরে স্বাভাবিক কারণেই হতাশ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হারের কারণ ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ’আসলে এই হারের কোন বর্ণনা নেই। এমন হার সত্যিই মেনে নেওয়ার মতো নয়। তবে এক কথায় আমি বলব, মূলত শেষ তিন বলেই আমরা হেরেছি।’

এমন ম্যাচে জেতা উচিত ছিল বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ’দলের সবচেয়ে অভিজ্ঞ এবং সেট  দুজন ব্যাটসম্যান তখন পিচে, এমন পরিস্থিতিতে দুই রান করা অসম্ভব কিছু নয়। তাই আমি মনে করি, এই ম্যাচে আমাদের জেতা উচিত ছিল।’

এখন ভাগ্যকে দোষারপ করা ছাড়া কিছুই করার নেই বলে জানান বাংলাদেশ অধিনায়ক, ’যে ম্যাচে আমরা সহজেই জিততে পারতাম, সেই ম্যাচটি আমরা শেষ পর্যন্ত হেরেছি। তাও আবার মাত্র এক রানে।  তাই ভাগ্যকেই দুষতে হবে আমাদের।’

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচে ভারত টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৬ রান করে। জবাবে ১৪৫ রান করেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here