অ্যাপস্টোর অপ্টিমাইজেশানের কিছু কৌশল

0
202
images অ্যাপস্টোর অপ্টিমাইজেশানের কিছু কৌশল

অ্যাপস্টোর অপ্টিমাইজেশানের কিছু কৌশল

যে কৌশলগুলো অবলম্বন করে একটি অ্যাপকে (App) অ্যাপস্টোরের (Apps Store) তালিকার উপরের দিকে নিয়ে যাওয়া যায়, সেই কৌশলগুলোর সমষ্টিকেই অ্যাপস্টোর অপ্টিমাইজেশান (Optimization) বলে। দেখা যায় যে একটি অ্যাপ অনেকবার ডাউনলোড হচ্ছে, কিন্তু আরেকটি অ্যাপ অতো বেশী ডাউনলোড হচ্ছে না শুধুমাত্র অ্যাপস্টোরে নিচের দিকে থাকার কারণে।

images অ্যাপস্টোর অপ্টিমাইজেশানের কিছু কৌশল

লক্ষ্যসমূহঃ

  • বেশী বেশী ভিজিটর (Visitor) আকৃষ্ট করা।
  • ব্যবহারকারীরা (User) যেন খুব সহজেই অ্যাপটি খুঁজে পায়।
  • প্রতিদ্বন্দ্বীদের তুলনায় র‍্যাঙ্কিংয়ে (Ranking) এগিয়ে থাকা।
  • নির্দিষ্ট কীওয়ার্ডের (Keyword) জন্য র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা।
  • গুগল র‍্যাঙ্কিংয়েও এগিয়ে থাকা।
  • ভিজিটর যেন অ্যাপটি ডাউনলোড করতে আগ্রহী হয়।

 

কিছু কৌশলঃ

  • অ্যাপ টাইটেলে (App Title) কীওয়ার্ড ব্যবহার করুন।
  • প্রতিটি কীওয়ার্ডের জন্য সার্চ ইঞ্জিন (Search Engine) ও অ্যাপস্টোরে অ্যাপটির অবস্থানের পরিবর্তন লক্ষ্য করুন।
  • অ্যাপটি কতবার ডাউনলোড হল তা খেয়াল রাখুন।
  • পূর্বের ব্যবহারকারীদের পজেটিভ (Positive) রিভিউ (Review / Feedback) দিতে উৎসাহিত করুন।
  • আকর্ষণীয় অ্যাপ আইকন (Icon) ব্যবহার করুন।

Comments

facebook comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here