অত্যন্ত সহজেই আনরুট করে ফেলুন আপনার এন্ড্রয়েড ডিভাইস!!

22
449
unnamed

অত্যন্ত সহজেই আনরুট করে ফেলুন আপনার এন্ড্রয়েড ডিভাইস!!

চমকে উঠলেন? ভাবছেন হঠাৎ করে রুট প্রসেস না বলে কেন আনরুট করার কথা বলছি?

একটু ব্যাখ্যা করি। আপনার সবাই জানেন Frama root দিয়ে রুট করা মোবাইল গুলো Frama root দিয়েই আনরুট করা যায়। কিন্তু PC দিয়ে রুট করা মোবাইল গুলো সাধারণত আনরুট করতে হলে PC দিয়ে ফ্ল্যাশ দিতে হয়। এটা অনেক ঝামেলার কাজ। তাই আজকে আমি আপনাদের কে শিখিয়ে দিবো কিভাবে PC ছাড়াই মোবা্ইল দিয়ে আপনার এন্ড্রয়েড ডিভাইসকে আনরুট করবেন।

হ্যালো এন্ড্রয়েড ইউজারগণ!!!!! আশা করি সবাই ভালো আছেন.. অনেকেই মোবাইল রুট করেছেন কিন্তু আনরুট করতে পারতেছেন না… আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতি শিখাবো যা দিয়ে আপনি যেকোনো এন্ড্রয়েড ফোন ই আনরুট করতে পারবেন. কোনো …. আমি যে পদ্ধতি ব্যাবহার করবো সেটার জন্য অবশ্যই আপনার ডিভাইসে Root Explorer ইন্সটল করা থাকতে হবে.. তো শুরু করা যাক-

unnamed

••• Root Explorer এ ঢুকুন. এখন “Mounted as RW” করুন.. এটা স্ক্রীনের ডানপাশে উপরের দিকে পাবেন.. এটা রিড রাইট পার্মিশন দিবে.. এটা না করলে আপনি সিস্টেম ফোল্ডারের কিছু এডিট বা ডিলিট করতে পারবেন না..
• এখন System ফোল্ডারে ঢুকুন. তারপর “bin” ফোল্ডারে যান.. এবার নিচে যান.. সেখানে “Su” নামে যে ফোল্ডার টি আছে তা ডিলিট করে দিন.. যদি “bin” ফোল্ডারে “Su” ফোল্ডার টি না থাকে তাহলে আবার “System” ফোল্ডারে ফিরে যান. সেখানে নিচে “Xbin” নামে একটি ফোল্ডার পাবেন. সেখানে ঢুকুন এবার “Su” ফোল্ডার টি ডিলিট করে দিন.. আর যদি bin এবং Xbin দুটোর ভিতরেই Su ফোল্ডার থাকে তাহলে দুইখান থেকেই Su ফোল্ডার ডিলিট করে দিন..
••• এখন আবার System ফোল্ডারে ফিরে যান.. তারপর “app” ফোল্ডারে ঢুকুন.. এবার লিস্টের নিচে গিয়ে “SuperSU.apk” টা ডিলিট করে করে দিন..

°কাজ শেষ আপনার ডিভাইস এখন সাক্সেসফুলী আনরুটেড °
স্ক্রিন শট দেখে নিন।

10360851_766841623379846_7620508979870163658_n

1528699_766841616713180_1357998042563504366_n

10672305_766841620046513_3011989319179056055_n

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here