১২ এপ্রিল উন্মুক্ত হচ্ছে এইচটিসি ‘ওয়ান এম১০’

10
242
১২ এপ্রিল উন্মুক্ত হচ্ছে এইচটিসি 'ওয়ান এম১০'
১২ এপ্রিল উন্মুক্ত হচ্ছে এইচটিসি ‘ওয়ান এম১০’
অনলাইন ডেস্ক
১২ এপ্রিল উন্মুক্ত হচ্ছে এইচটিসি 'ওয়ান এম১০'

এইচটিসি’র পরবর্তী স্মার্টফোন ‘ওয়ান এম১০’ উন্মোচনের তারিখ ঘোষণা করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। সম্প্রতি এইচটিসি এর টুইটার অ্যাকাউন্টে পাওয়ার অব ১০ হ্যাশট্যাগে নতুন ফোন আসার ঘোষণা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটি টুইটার অ্যাকাউন্টে লেখে, ‘আমরা স্বীকার করি, আমরা লুকোচুরি করছি…ভালো উপায়ে। পুরো ব্যপারটি জানতে এপ্রিল মাসের ১২ তারিখে এইচটিসি.কমে ঘুরে আসুন।’

তবে আসন্ন এইচটিসি ‘ওয়ান এম১০’ নিয়ে প্রচুর গুজব তৈরি হয়েছে। গুজব অনুযায়ী, ৫.১ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটিতে এলসিডি ৫ ডিসপ্লে থাকবে। কম উজ্জ্বলতা প্রদানকারী ডিসপ্লেটি ব্যাটারী সাশ্রয়ী বলেও জানা গেছে। স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরসহ ৪জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে। এইচটিসি ওয়ান এম১০ অ্যান্ড্রয়েড ৬.০ ম্যার্শম্যালো অপারেটিং সিস্টেম এবং এইচটিসির নিজস্ব ইউজার ইন্টারফেসে চলবে। স্মার্টফোনটিতে ডুয়াল এলইডি ফ্লাশসহ সামনে ৫ মেগাপিক্সেল আল্ট্রাপিক্সেল ও পিছনে ১২.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলেও শোনা যাচ্ছে।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here