অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোন ‘আনলক’

8
384
অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোন ‘আনলক’
অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোন ‘আনলক’
অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোন ‘আনলক’অ্যাপলের সহযোগিতা ছাড়াই ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোর এক বন্দুকধারীর আইফোনের তথ্য পেয়ে গেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ প্রেক্ষাপটে প্রযুক্তি পণ্যের নিরাপত্তা আরও জোরদার করার কথা বলেছে অ্যাপল। মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার সংবাদটি জানানো হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
সোমবার ক্যালিফোর্নিয়ার শীর্ষ ফেডারেল প্রসিকিউটর এইলেন ডেকের এক বিবৃতিতে বলেন, আইফোনের তথ্য উদঘাটনে তদন্তকারীরা তৃতীয় পক্ষের সহযোগিতা পেয়েছেন। তবে তারা কারা তা উল্লেখ করেননি তিনি।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সান বার্নাডিনোর এক প্রতিবন্ধী সেবা কেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করেন সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিক। তবে তারা পুলিশের গুলিতে নিহত হন।
এ ঘটনার পর রিজওয়ানের আইফোনের তথ্য এফবিআই যেন হাতে পায় সেজন্য নতুন সফটওয়্যার চালু করতে গত মাসে একটি আদেশ দিয়েছিলেন আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে আইনি লড়াই করছিল অ্যাপল।
তবে এফবিআই নিজেরাই আইফোন আনলক করতে পেরে সোমবার জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তারা আদালতের ওই আদেশ প্রত্যাহারের অনুরোধ করেন।
এ বিষয়ে গত সপ্তাহে প্রসিকিউটররা জানিয়েছিলেন, বাইরের একটি দল অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোন আনলক করার একটি পদ্ধতি বের করেছে।

– See more at: http://www.manobkantha.com/2016/03/29/114499.php#sthash.Ctqtmfzk.dpuf

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here