গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

7
377
hidden গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

নিজের ব্যক্তিগত কম্পিউটারটি অনেক সময় অন্য কারও ব্যবহার করার প্রয়োজন হয়। এমন সময় কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন : কম্পিউটারে হয়তো আপনার ব্যক্তিগত কিছু আছে, যা অন্য কাউকে দেখতে দিতে চান না। আর এ সমস্যার সমাধান হিসেবে আপনি চাইলে আপনার হার্ডডিস্ক ড্রাইভগুলোকে লুকিয়ে বা স্থগিত করে রাখতে পারেন, যাতে অন্য কেউ ড্রাইভগুলো দেখতে বা প্রবেশ করতে না পারে।

hidden গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

কাজটি যেভাবে করবেন:

►Start Menu > Run> এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন এইবার group Policy নামে একটি Windoআসবে

►User configuration > Administrative Templates > Windows Components>Windows Explorer এ ডাবল ক্লিক দিন অনেকগুলো Options দেখা যাবে

►ড্রাইভগুলো লুকানোর জন্য ‘Hide these specified drives in Computer’ এ ডাবল ক্লিক করুন

►নতুন একটি Window  সেখানে Enable নির্বাচন করুন

►নিচে একটি ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে কোনো একটি অথবা সব ড্রাইভ hide করার জন্য Restrict all drives নির্বাচন করে Apply > ok করুন নিচের চিত্র দেখে নিতে পারেন >

untitled গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

untitled1 গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

22222 গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

3333333 গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

4444444 গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

555 গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

666666666 গোপন করে ফেলুন কম্পিউটারের হার্ডডিস্ক

►এবার My Computer খুলে দেখুন ড্রাইভগুলো কোথায় যেন চলে গেছে

►এখন আপনি যদি আবার আগের অবস্থায় ফিরে যেতে চান, তবে সেখানে Enabled এর স্থলে উপরের Not Configure সিলেক্ট করুন , এর পর Apply > Ok চাপুন

7 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here