আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না[দেখে নিন উপকারে লাগবে]

21
318

আপনারা যারা এন্ড্রয়েড ব্যবহার করেন তারা হয়তো এর কিছু গোপনীয় ফিচার সমন্ধে অবগত নন। আজ তার মধ্যে হতে প্রয়োজনীয় ১০ টি ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরুকরা যাক,

প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, আপনার ফোনে developer options চালু করতে হবে কিছু কিছু ফোনে এটি সাধারন ভাবেই চালু থাকে আবার অনেক ফোনে থাকে না । যাদের এটি চালু আছে তারা সেটিং মেনুতে নিচের দিকে এটা খুজে পাবেন । আর যাদের চালু নেই অর্থাৎ সেটিং মেনু তে developer options নেই তারা নিচের মত করে চলু করুন।

প্রথমে সেটিং এ যান এবার About এ যান এরপর Build Number এ কয়েকবার ক্লিক করুন দেখুন আপনার developer options চালু গেছে।আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না

  • ১। Enable And Disabling USB Debugging

এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার ফোনকে আপনার পিসির সাথে সম্পুর্নভাবে যুক্ত করতে পারবেন। কম্পিউটার হতে আপনার ফোনের সমস্তকিছুর ব্যকআপ নিতে পাবেন। পিসি থেকে আপনার ফোন সহজ ভাবে ও ওয়ারেন্টি হারানো ছারা রুট করতে পারবেন। (এটা নিয়ে অবস্য একটা টিউন করা যাবে)। এবং পিসি থেকে এপ্স ইন্সটল আন ইন্সটল করতে পাবেন। এছাড়াও আরও অনেক কিছু করতে পাবেন।

যেভাবে একটিভ করবেন–Go to Settings > Developer Options>>Tick on the USB Debugging checkbox.আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না

  • ২. Create Desktop Backup Password

আপনি যখন আপনার USB Debugging চালু করবেন তখন যে কেউ আপনার মোবাইলকে তার পিসির সাথে সংযুক্ত করতে পারে এতে আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে ও আপনার ডকুমেন্ট অন্যের হাতে চলেযেতে পারে । সুতরাং এ থেকে বাচতে আপনাকে Desktop backup password চালু করতে হবে । তখন পাসওয়ার্ড ছারা কেউ আপনার ফোন হতে ডকুমেন্ট চুরি করতে পারবে না। চালু করতে নিচের পদ্ধতি অনুসরন করুন।

  1. Settings > Developer Options.
  2. Tap on Desktop backup password.
  3. Fill in the current password, then type and retype the new password for full backup.আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না
  • ৩. Tweak Animation Settings

আপনি যখন আপনার ফোনের স্ক্রিন এক পাশ হতে আরেক পাশে টানেন তখন সাধারন ভাবে এনিমেশন স্পিড নির্ধারন করা থাকে তবে আপনি তা নিজের মত করে  চেন্জ করতে পারেন। চালু করতে নিচের পদ্ধতি অনুসরন করুন

  1. Go to Settings > Developer Options.
  2. Scroll down and look for Window animation scale, Transition animation scale, andAnimator duration scale.
  • এবার পছন্দসই এনিমেশন সিলেক্ট করুন

আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না

  • ৪. Enable MSAA For OpenGL Games

    এটি আমার অনেক পছন্দনীয় একটি ফিচার এই ফিচার অন করার মাধ্যমে আপনি এইচডি গেম গুলো সত্যিকারের এইচডি মুডে চালাতে পারবেন সাধারন ভাবে সব ফোনেই এই অপশন টা বন্ধ থাকে গেম চলাকারীন চার্জ সাস্রয়ের জন্য । তবে যারা গেম খেলতে ভালোবাসেন আমার মনে হয় তাদের এটা অন থাকা জরুরি। অন করতে নিচের নিয়ম অনুসরন করুন।

  1. Go to Settings > Developer Options.
  2. Tap on Force 4x MSAA to enable it.আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না
  • ৫. Allow Mock Location 

বর্তমানে আমরা যখন মেসেন্জারে চ্যাটিং করি তখন যদি আমরা লোকেশন সেয়ারিং অন রাখি তাহলে আমাদের বন্ধুরা মেসেন্জারে আমাদের লোকেশেনের তথ্য পায়। আমরা চাইলে এই অপশন ব্যবহার করে বন্ধুকে বোকা বানাতে পারি কারন এই সেটিং অন করলে লোকেশন বাউন্সিং করে ও ফেক লোকেশন দেখায়। এ অবস্হায় কিছু এপ্স ব্যবহার করে বাংলাদেশে থেকেও আপনি লন্ডনের লোকেশন বা ঢাকায় থেকে বগুড়া, বড়িশাল ইত্যারি লোকেশন বন্ধুকে দেখাতে পারেন এমন কি আপনি আপনার বাড়িতে থেকে বন্ধু কে তার বাড়ির লোকেশন দেখােতে পারেন যে আপনি এখন সেখানে আছেন। ইনএবল করতে নিচের পদ্ধতি অনুসরন করেন।

  1. Go to Settings > Developer Options.
  2. Look for Allow Mock Location and tick on it to enable.আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না
  • ৬. Stay Awake While Charging

সাধারন অবস্হায় অনেক ফোনে চার্জে লাগালে স্ক্রিন অফ হয়ে যায়। এবং এ অবস্হায় স্ক্রিন অন করলে ঠিক ভাবে কাজ করা যায় না অর্থাৎ স্ব্রিন লাফালাফি করে। এমন অবস্হায় আপনি যদি কোন কাজ করতে চান মোবাইল চার্জে লাগানো অবস্হায় তাহলে ফোন চার্জে দেবার আগে নিচের পদ্ধতি অনুসরন করুন>

  1. Go to Settings > Developer Options.
  2. Tap on Stay Awake to tick it, thus enabling the feature.আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না
  • ৭. Display CPU Usage Overlay

এই ফাংশন অন রাখলে আপনি দেখতে পারবেন আপনার ফোনের প্রোসেসরে কি কি হচ্ছে। কি ভাবে চালু করবেন?

  1. Head to Settings > Developer Options.
  2. Tick on Show CPU Usage to enable it.

এখন আপনার স্ক্রিনের কোনায় প্রসেসরের তথ্য দেখুন
আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না

  • ৮. Don’t Keep App Activities

আপনি আপনার ফোনে যাই করেন তার তথ্য চেছ ফাইল হিসাবে আপনার মেমরিতে জমা হতে থাকে যার ফলে অযাথা মেমরি ফুল হয়ে যায়। তবে এর একটা সুবিধাও আছে তা হল আপনি ওই এপ্স এ কি কি করেছেন তার তথ্য থেকে যায় ফলে পরবর্তিতে ওই এপ্স দ্রুত লোড হয়। আপনি ইচ্ছা করলে এই চেছ ফাইল তৈরি হওয়া রুখতে পারেন্ । ইনাবল করতে নিচের পদ্ধতি অনুসরন করুন>

  1. Head to Settings > Developer Options.
  2. Tick on Don’t keep activities.
  3. আপনি চাইলে এটা যে কোন সময় বন্ধও করতে পারেনআপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না
  • ৯. Switch Dalvik To ART

এটি গুগলের একটি নতুন পদক্ষেপ এর সাহায্যে সেটিং ও এপ্স গুলো দ্রুতো আপডেট হবে। এটি কিটক্যেট ও এর পরের ভার্সনগুলোতে কাজ করবে। চালু করতে>>

  1. Head to Settings > Developer options.
  2. Tap on Select runtime and choose Use ART.
  3. তবে উল্লেখ্য যে এটি আপনার ডিভাইস কে স্লো করবেআপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না
  • ১০. Enable Wireless Display Certifications

এই সেটিংও চমৎকার একটি সেটিং এর মাধ্যমে আপনার বাসায় যদি ওয়াইফাই যুক্ত টিভি থাকে তাহলে আপনার ফোনের সব কিছু ওয়াইফাই এর মাধ্যমে আপনার টিভিতে দেখতে পাবেন এক কথায় টিভিতেই মোবাইল চালাতে পারবেন। চালু করতে চাইলে>>>

  1. Go to Settings > Developer options.
  2. Then look for Wireless display certification and tick it.
  3. এটি স্যামসাং সেট গুলোতে দেখেছি তবে চায়নাতে এখনও খুজে পাইনি।আপনার Android Phone এর চরম ১০ টি লুকানো ফিচার যা হয়তো আপনি জানেন না

আজ তাহলে এ পর্যন্তই।

কোন সমস্যা থাকলে কমেন্ট করুন।

ভালো থাকবেন.. TrickBDNo1.com-র সাথে থাকুন.. :-)

আমি

           আব্দুল্লাহ আল জোবায়ের সাকিব

 আবার আসিবো ফিরে

   trickbdno1.com এ আপনাদেরই ভিরে।

 

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here