ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

24
330

আস্সালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ভার্চুয়াল বক্সে এনড্রয়েড জেলিবিন 4.3 ইনস্টল করে App,Game ইনস্টল করা ও ব্যবহার করার পদ্ধতি দেখাব। জানে না তাদের জন্য টিউন করছি।

পিসিতে Android চালানোর জন্য Virtual Box ও Android-x86 এর iso ফাইল লাগবে. নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন

ডাউনলোড করে Virtual Box Install করে Virtual Box USB Plugin ফাইলটিতে ডাবল ক্লিক করে Install করার পর নিচের নিয়ম Follow করুন

প্রথমে ভার্চুয়াল বক্স চালু করে New এ ক্লিক করুন
1 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

একটি বক্স আসবে, এখানে নিচের ছবির মত করে সব তথ্য দিয়ে Next ক্লিক করুন
2 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর RAM এর সাইজ দিতে বলবে, এখানে আপনার পিসির র‌্যাম এর সাইজ অনুযায়ী সাইজ দিন. সর্বনিম্ন 256 MB দিতে হবে. আপনার র‌্যাম ২ GB হলে এখানে 800 MB দিতে পারেন. Next চাপুন
3 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপরের বক্সে “Create a virtual hard drive now” সিলেক্ট করে Create বাটন চাপুন
4 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এবার যে নতুন উইন্ডো আসবে তাতে “VDI (VirtualBox Disk Image)” সিলেক্ট করে Next চাপুন
5 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

“Dynamically allocated” এ ক্লিক করে Next চাপুন

6 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর হার্ডডিস্ক এর সাইজ 4 GB অথবা আপনার পছন্দমত দিন (সর্বনিম্ন 1 GB). দিয়ে Create বাটন চাপুন
7 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর Virtual Box Software থেকে AndroidOS Start করুন
8 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এখানে Browse করে Android এর ISO ফাইলটি Open করুন
9 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান
10 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর Start বাটন এ চাপুন
11 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

নিচের চিত্রের মত আসলে “Installation – Install Android-x86 to harddisk” সিলেক্ট করে এন্টার দিন
12 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

13 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

নিচের চিত্রের মত সিলেক্ট করে এন্টার দিন
14 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এবার নিচের চিত্রের মত আসবে. এখানে কি বোর্ডের Right Key -> দিয়ে New Select করে এন্টার দিন
15 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর Primary সিলেক্ট করে এন্টার দিন
16 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর সাইজ যা আছে তা দিয়ে এন্টার চাপুন
17 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এবার নিচের মত Bootable সিলেক্ট করে এন্টার দিন
18 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এবার Write সিলেক্ট করে এন্টার দিন
19 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর নিচের মত আসলে yes লিখে এন্টার দিন
20 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর Quit করুন নিচের মত করে
21 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

নিচের মত আসলে এন্টার দিন
22 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর নিচের চিত্রের মত ext3 সিলেক্ট করে OK করুন
23 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

নিচের চিত্রের মত Yes সিলেক্ট করে এন্টার দিন
24 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

আবার নিচের চিত্রের মত Yes সিলেক্ট করে এন্টার দিন
25 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

নিচের চিত্রের মত Yes সিলেক্ট করে এন্টার দিন
26 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

27 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

নিচের চিত্রের মত আসলে Run Android-x86 সিলেক্ট করে OK করুন
28 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এবার Android চালু হবে
29 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এবার নিচেরমিত করে Mouse Integration Disable করে নিন অথবা “Right Ctrl+I” চাপুন
31 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

32 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর Select Wi-Fi এ ‍Skip দিন. Google Account দিতে বলবে, এখানে No দিন অতবা নেট কানেকশন থাকলে আপনার Google Account দিন
এরপর “Google & Location” আসলে Next দিন > Date & Time এ Date, Time দিন > এরপর আপনার নাম দিয়ে Next দিয়ে দিয়ে Finish করুন..
এখন আপনার Android OS চালানোর জন্য প্রস্তত…

Android এ USB এর সাহায্যে APP Install করার পদ্ধতি :

প্রথমে পেনড্রাইভ/মেমরি কার্ড পিসিতে লাগিয়ে সেখানে android নামের একটা ফোল্ডার খুলুন.
1 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

ফোল্ডারটিতে আপনি যে apk ফাইলটি ইনস্টল করতে চান তা কপি করুন. আমি এখানে filemanager.apk ফাইলটি কপি করেছি
2 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর Virtual Box এ Android চালু করে নিচের চিত্রের মত করে আপনার USB Pendrive/Card Reader/Memory Card সিলেক্ট করুন
3 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর মেনু থেকে Settings এ প্রবেশ করুন
4 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান
5 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

Settings এর Security থেকে “Unknown sources” এ টিক দিয়ে OK ক্লিক করে ব্যাক চেপে বেরিয়ে আসুন
6 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান
7 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর মেনু থেকে Browser এ প্রবেশ করুন
8 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

Browser এর Address Bar এ file:///mnt/USB0/ এর পর USB তে যেখানে ফাইল রেখেছেন তা লিখে এন্টার চাপুন. (যদি USB0 কাজ না করে তাহলে USB0 এর স্থানে USB1, USB2, USB3 etc. দিয়ে চেষ্টা করবেন.)
আমি আমার USB তে ‍android ফোল্ডারে filemanager.apk নামে File রেখেছিলাম তাই ফাইলটির লিংক এভাবে লিখতে হবে : file:///mnt/USB1/android/filemanager.apk
9 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এবার Install চাপলেই আপনার apk ফাইলটি ইনস্টল হবে
10 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান
11 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

প্রথমে একটা ভাল মানের File Manager Install করে নিন তাহলে পরের বার USB থেকে App Install করতে চাইলে আর এসব করতে হবেনা, সরাসরি File Manager থেকে USB Browse করে Install করতে পারবেন

এখন Virtual Box Android এ USB এর ফাইল Browse এর নিয়ম দেখা যাক:

প্রথমে এপরের মত করে একটি File Manager ইনস্টল করে নিন. আমি এখানে Root Explorer সফ্টওয়ার ব্যাবহার করব.

Virtual Box এ Android চালু করে নিচের চিত্রের মত আপনার USB Storage Drive টি সিলেক্ট করুন
virtualbox part 3 1 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

মেনু থেকে Root Explorer চালু করুন
virtualbox part 3 2 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর Root এ mnt ফোল্ডারে প্রবেশ করুন
virtualbox part 3 3 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

MNT ফোল্ডারে USB0, USB1, USB2 এরকম ফোল্ডার দেখতে পাবেন. সেখনে সাধারনত USB0 অথবা USB1 এ আপনার USB Drive থাকে. আমার USB1 এ আছে তাই সেখানে প্রবেশ করলাম
virtualbox part 3 4 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এই ফোল্ডারে আপনার USB তে রাখা ফাইলগুলো দেখতে পারবেন. এখান থেকে সরাসরি ফাইলগুলো চালু করতে পারবেন অথবা এগুলো Android OS এর SD Card এ কপি করতে পারবেন
virtualbox part 3 5 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

SD Card এ কপি করতে নিচের মত ফাইল/ফোল্ডার সিলেক্ট করুন
virtualbox part 3 6 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর নিচের মত Copy আইকন এ ক্লিক করুন
virtualbox part 3 7 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

Storage ট্যাব এ ক্লিক করে যেখানে ফাইলগুলা রাখতে চান সেখানে প্রবেশ করুন
virtualbox part 3 8 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

এরপর COPY HERE এ ক্লিক করলে ফাইলগলো কপি হবে
virtualbox part 3 9 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান
virtualbox part 3 10 ভার্চুয়াল বক্সে এনড্রয়েড ইনস্টল করে পিসিতেই এনড্রয়েড চালান

ধন্যবাদ, অনেক লম্বা টিউন হয়ে গেছে মনে হয় :problem
কোন সমস্যা থাকলে কমেন্ট করুন।

ভালো থাকবেন.. TrickBDNo1.com-র সাথে থাকুন.. :-)

আমি

           আব্দুল্লাহ আল জোবায়ের সাকিব

 আবার আসিবো ফিরে

   trickbdno1.com এ আপনাদেরই ভিরে।

 

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here