ব্রডব্যান্ড নেট কানেকশন ও ম্যাক এড্রেস স্পীড

24
312

আমাদের দেশের ইন্টারনেট বিলের কথা তুলে ধরতে চাইলে এক কথায় বেশিই বলা চলে। যার কারনে অনেকেই কমমূল্যের নেট চালিয়ে থাকেন। আর কমমূল্য মানেই কম স্পীড। আর এই স্পীড দিয়ে ফেসবুক বা টুকটাক সাইট ভিজিট করা ছাড়া অন্যকিছু করার চিন্তা মাথাতেই অনেকের আসে নাহ 🙁 তাই আজকে আমরা দেখবো কিভাবে আপনার ব্রডব্যান্ড লাইনটি দিয়ে অন্য কোন বেক্তির যার ইন্টারনেট স্পীড কিনা আপনার চেয়ে দ্রুত গতির তার নেট চালানো যায় কিভাবে । আর এটা করবো আমরা ম্যাক এড্রেস এর সাহায্য নিয়ে 😀

<< ipscan22 সফটওয়ারটি>>

ডাউনলোড করে আপনার পিসিতে সেটআপ দিয়ে রান করান।Image 1সফটওয়্যার টি চালু হবার পর Scan দিনImage 2লক্ষ্যকরুন আপনি যে ব্রডব্যান্ড লাইনটি ব্যাবহার করছেন, তার অন্য ইউজারদের IP এবং MAC address আপনি দেখতে পাচ্ছেন। হয়তো বা অনেককেই আপনি চিনেন 😉 । এটা বললাম কারণ ব্রডব্যান্ড যেহেতু তারের মাধ্যমে দেয়া হয় এবং আপনার এলাকাতেই সে কোম্পানিটি রয়েছে সেহেতু আপনার বন্ধুরা অথবা পরিচিত অনেকেই হয়তো আপনারী মতো সেখান থেকে লাইন নিয়েছেন।Image 3এবার আপনার পছন্দ অনুযায়ী কোন একজন ইউজারকে বেছে নিয়ে তার ওপর মাউসের রাইটবাটন ক্লিক করে তার MAC address টি Copy করে ফেলুন 🙂 [যদি দেখেন যে তারস্পীড কম লাগছে আপনার কাছে তবে আপনি পুনরায় অন্যদের টা ট্রাই করে দেখুন কোনটা আপনার পছন্দ হয়]Image 4আপনার উইন্ডোজ এর কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুনImage 5নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মাঝে ক্লিক করুনImage 6নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ঢুকুনImage 7লোকাল এরিয়া কানেকশনের মাঝে ক্লিক করুনImage 8এবার আপনি Properties এর মাঝে যানImage 9Internet Protocol Version 4(TCP/IPv4) এর মাঝে ক্লিক করে কনফিগারে যানImage 10ইয়েস দিয়ে দিনImage 11Advanced এ যেয়ে Network Address সিলেক্ট করুনImage 12কপি করা ম্যাক এড্রেস Value তে টিক দিয়ে পেস্ট করে Ok করে দিন। এবার নেট কানেকশন অফ করে আবার চালু করুন 😀

*যেনে রাখুন ড্যাম সিওর আপনি ধরা খাবেন। আজ নয়তো কাল 🙂 *নেট কানেকশন এর লোকেরা তাই আপনাকে জরিমানা করতে পারে, অথবা নেট কানেকশন ডিস্কানেক্ট করে দিতে পারে। *তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে।

তাই চেষ্টা করবেন কোন কোম্পানির ইউজার নেম ইউজ করতে। কারণ সাধারণত রাত ৮ টার পর প্রায় অফিস বন্ধ হয়ে যেয়ে থাকে!! আর রাতের বেলা যদি ইউজ করেন তবে নেটের লোকেরা নাও ধরতে পারে। কারণ তারাতো আর সারারাত বসে পাহারা দিচ্ছে নাহ কম্পিউটারের সামনে। আর আপনিতো সকাল হবার আগেই নিজের ইউজারনেমে ফিরে আসছেনই |

ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here