যে ৫টি তথ্য ফেসবুকে দিলে বিপদে পড়তে পারেন!

8
263
index যে ৫টি তথ্য ফেসবুকে দিলে বিপদে পড়তে পারেন!

ফেসবুক, সম্প্রতি সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে বেশি আবেগী হয়ে গোটা জীবনটাই শেয়ার করে ফেলেন এই মাধ্যমে। কিন্তু কিছু তথ্য গোপান রাখতে হয়। সেটা না করায় অনেকেই বিপদের মুখে পড়েছেন। কেননা আপনি যেটি শেয়ার করলেন সেটি কিন্তু উন্মুক্ত হয়ে গেল সবার জন্য। সব তথ্য সবার জন্য নয়, কিছু গোপন রাখা উচিত। তাই কোন কোন তথ্য শেয়ার করা ভালো ভাবে ভাবুন ও সতর্ক থাকুন।

index যে ৫টি তথ্য ফেসবুকে দিলে বিপদে পড়তে পারেন!

জেনে নিন এমনই ৫টি সতর্কতা। ১। টেলিফোন বা নিজের মোবাইল নম্বর ফেসবুক দেবেন না। শুধু ফেসবুক নয়, সব রকম সামাজিক মাধ্যমেই ফোন নম্বর শেয়ার করা বিপজ্জনক। ২। আপনার বাড়ির বা বাসস্থানের ঠিকানাও প্রকাশ করে দেওয়া ঠিক নয়। ঠিকানা শেয়ার করলে বাইরের বিপদ ঘরে ডেকে আনার সামিল হবে। ৩। পেশা সংক্রান্ত কোন রকম তথ্যই দেবেন না। এগুলো পেশাজীবনে বড় রকমের সমস্যা সৃষ্টি করতে পারে। অনেকই অফিস-সংক্রান্ত বিষয় পোস্ট করে চাকরি পর্যন্ত হারিয়েছেন। ৪। আপনার সঙ্গে আপনার সঙ্গীর কেমন সম্পর্ক? সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। সেখানে কোনও সমস্যা থাকলে তা ফেসবুক বা অন্য কোনও সোশ্যাল সাইটে প্রকাশ করা ঠিক নয়। সমস্যা বাড়বে। ৫। ব্যাংক বা অর্থ-সংক্রান্ত তথ্য ফেসবুকে দিয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। হয়ত এই ভূল করলে আপনারও সাড়ে সর্বনাশ হয়ে যাবে।

ধন্যবাদ,সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,TrickBDNo1.com এর সাথেই থাকুন।

আমি

           আব্দুল্লাহ আল জোবায়ের সাকিব

 আবার আসিবো ফিরে

   Trickbdno1.com এ নতুন টিউনে এ আপনাদেরই ভিরে।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here