ক্রেডিট কার্ড হ্যাকিং এবং হ্যাক করা ক্রেডিট কার্ড দিয়ে কিভাবে কিছু ক্রয় করা যায় (১ম অধ্যায়ঃ- সিকিউরিটি)

22
469

সিকিউরিটি ( কার্ডিং করার সময় নিজেকে সুরক্ষিত রাখা)

শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে লেখা, কেউ কোনো অনৈতিক কাজে ব্যাবহার করা হলে লেখক দায়ী থাকবে না। 

প্রথমেই আমরা যেনে নিবো SOCKS বা Socket Secure জিনিসটা কি । এই জিনিসটি একটি ইন্টারনেট প্রটোকল যেটা ক্লায়েন্ট এবং

সার্ভারের মাধ্যমে ডাটা আদান প্রদান করে থাকে প্রক্সি সার্ভারের মাধ্যমে।
এছাড়া Sock5 এ Authentication এর ব্যাবস্থা থাকে যাতে শুধুমাত্র Authorized ব্যাবহারকারীরাই এটার মাধ্যমে
সার্ভারের সাথে যুক্ত হতে পারে।
Sock5:- অনেকেই মনে করেন যে Sock5 ব্যাবহার করা নিরাপদ এবং এটা ব্যাবহার করলে এটা আপনার আসল আইপি লুকিয়ে রাখে। এটা একটি সম্পুর্ন ভুল ধারনা। Sock5 আইপি ব্যাবহার করে আপনি লোকেশন চেঞ্জ করলেও আপনার আসল লোকেশন সহজেই ট্রেস করা যাবে এবং এটি নিজের পরিচয় লুকানোর জন্যে ব্যাবহার করা মোটেও নিরাপদ না।
Sock5 সাধারণত ব্যাবহার করা হয় আসলে (কার্ডিং এর ক্ষেত্রে) আপনি যার কার্ডব্যাবহার করছেন সে কার্ড হোল্ডারের ঘরের এড্রেসের আশেপাশেই
আপনার অবস্থান সেটা আপনার ব্রাউজারের মাধ্যমে বুঝানোর জন্যে (যখন আপনি অন্যের ক্রেডিট কার্ড দিয়ে কিছু ক্রয় করবেন)
সোজা কথায় এই সক্স আপনার পরিচয় গোপন করে না , এই সক্স শুধুমাত্র এই কারণে ব্যাবহার করা হয় যাতে আপনি যার কার্ড দিয়ে কার্ডিং করছেন
তার লোকেশনের কাছাকাছি বা তার লোকেশনেই আপনার অবস্থান সেটা বুঝানোর জন্যে।
অর্থাৎ কার্ডিং ব্যাপারটা অনেকটা এধরনের বলা যায় যে আপনার সম্পুর্ন সে ব্যাক্তি হয়ে যেতে হবে যার কার্ড আপনি ব্যাবহার করছেন।
কিভাবে ফায়ারফক্সে Sock5 এড করতে হয়ঃ-
Tools<Options<Advanced<Network<Settings<ম্যানুয়েল কনফিগারেশন সিলেক্ট করে দিন< Socks Host এর

জায়গায় Sock5 এড করে দিন।
উদাহারনঃ Sock5 IP: 24.191.55.229:8611
এই সক্স আইপিটি ব্যাবহার করার আগে একটা সাধারন বিষয় বুঝিয়ে দেয় আপনাদের।
24.191.55.229 হচ্ছে আইপি এড্রেস এবং 8611 হচ্ছে পোর্ট নাম্বার, এবং মোজিলা ফায়ারফক্সে সক্স ব্যাবহার করার সময়েও এভাবে ব্যাবহার করতে হবে
IP:Port= 24.191.55.229:8611

“এখন কথা হচ্ছে আপনি কোথা থেকে Sock5 পাবেন?” 
আমি কিছু সাইটের লিঙ্ক দিচ্ছি যেখান থেকে ভালো মানের Sock5 পাবেন আপনারা (অবশ্যই ফ্রি না)
কাজের জিনিস ফ্রি’তে পাওয়া যায় না । আপনি ভালোভাবে কাজ করতে চাইলে কিনে ব্যাবহার করাটাই সবচেয়ে ভালো হবে আমি মনে করি ।
আমি কিছু সাইটের লিঙ্ক দিচ্ছি এবং সাইট গুলো থেকে কিভাবে সক্স কিনতে হয় বা কি ধরনের সক্স পাওয়া যায় সেটার সংক্ষিপ্ত বর্নণা দিচ্ছি।

www.proxy.insorg.org
www.5socks.net

proxy.insorg:- এই সাইট থেকে আপনি একদম স্বল্প মুল্যেই সক্স কিনতে পারবেন , যার জন্যে আপনার দরকার হবে মাসিক মাত্র ১০ ডলার করে। আপনি বিটকয়েন,পারফেক্ট মানি,পেপাল ইত্যাদির মাধ্যমে মুল্য পরিশোধ করতে পারবেন। বিস্তারিত জানতে তাদের সাইট ভিজিট করে দেখতে পারেন।

5socks.net:- এখানের সক্সের দাম proxy-insorg থেকে একটু বেশি কিন্তু এই সাইট থেকে আপনি প্রায় যেকোনো জায়গার সক্স কিনে নিতে পারবেন। সক্স যদি কিনে ভালো ভাবে কাজ করতে চান তাহলে আমি এই সাইট থেকেই নেওয়ার পরামর্শ দিবো আপনাদের।
কিভাবে SOcks5 Proxy ব্যাবহার করবেন ফায়ারফক্সে (ছবিসহ)

সক্স সেট করা ফায়ারফক্সে একদমই সহজ, তারপরেও আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়ঃ-
ফায়ারফক্স ব্রাউজারে গিয়ে Tools/Options এ ক্লিক করুন।

 

 

 

 

এন্ট্রি ফিল্ডে সক্স হোস্ট লেখা আছে যে বক্সটির পাশে সে বক্সটিতে আইপি এড্রেস এবং পোর্ট নম্বর দিয়ে দিন আপনি যে এরিয়ার , যে জায়গায় সক্স ব্যাবহার করতে চান সে জায়গায়।
ছবিনুযায়ী সেটিং করে নিন, এবং ওকে তো ক্লিক করুন।
এবার আপনার প্রক্সি ঠিকভাবে সেট হয়েছি নাকি দেখার জন্যে এই লিঙ্ক দুটিতে গিয়ে চেক করে নিতে পারেন আপনার লোকেশন আপনি যে জায়গার আইপি দিয়েছেন সে জায়গায় দেখাচ্ছি নাকিঃ-
www.ipchicken.com অথবা www.find-ip-address.org .
যদি পেইজ ঠিকভাবে লোড হয় তাহলে আপনি ভালো সক্স ইউজ করছেন আর যদি লোড না হয় তাহলে বুঝে নিতে হবে আপনি যে সক্সটি ব্যাবহার করছেন সেটা কাজের না। অন্য আরেকটা ব্যাবহার করুন।
সবাইকে ধন্যবাদ।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here