আমরা অনেকেই ইংরেজি বই পড়ি না বা ইংরেজি বই পড়তে মোটামোটিভাবে ভয় পাই। কিন্তু আপনারা এটাও জানেন বিশ্বকে জানতে হলে ইংরেজিও জানতেই হবে। আর ইংরেজি আপনাকে কতখানি এগিয়ে দিতে পারে তা অবশ্যই আমাকে বলে দিতে হবে না।
কিন্তু ইংরেজি শেখার সহজ উপায়টা কি ?? আসলে ইংরেজি শেখার সহজ কোন উপায়ই নেই। একটি ছোট শিশু পিতামাতার কাছ থেকে সর্বপ্রথম যে শব্দগুলো বেশি শোনে তাই উচ্চারন করতে শেখে।পরে সে সেগুলো ধীরে ধীরে ব্যবহার করতে শুরু করে। আস্তে আস্তে এ পদ্ধতিতেই সে দেড় থেকে দুই বছর পর একটু একটু করে কথা বলেতে শেখে।পরে আমাদের মত তুখোড় বক্তা হয়ে যায়।
সেজন্য দারুন একটি বই নিয়ে আসলাম। বইটি জেএসসি, এসএসসি, এইচএসসি, GRE, IELTS, Beginners ব্যবহারকারি থেকে শুরু Advance ব্যবহারকারিরও কাজে লাগবে। ইংরেজি শিক্ষার জন্য বইটির কোন বিকল্প নেই।
যারা বইগুলো ডাউনলোড করতে চান তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিনঃ