High speed গুগল ক্রোমে অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করুন

23
458

ব্রাউজারের জনপ্রিয়তার সবচেয়ে এগিয়ে সার্চ জায়ান্ট গুগলের ব্রাউজার গুগল ক্রোম। সহজ-সাবলীল এবং গতিময় হওয়ায় তা ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। তবে চাইলে এ ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে বিং ও ইয়াহুর মতো অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।

সাধারণত গুগল ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে কোনো কিওয়ার্ড লিখে এন্টার দিলে এটি ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে গুগল সার্চের ফলাফল প্রদর্শন করে।

এ টিউটোরিয়ালে তুলে ধরা হয়েছে কিভাবে গুগল ক্রোমে অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করা যায়।

প্রথমে Tools মেন্যু থেকে settings এ ক্লিক করতে হবে।

tutorial11 গুগল ক্রোমে অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করুন

এরপর  settings ট্যাবের Search এর ড্রপ ডাউন থেকে ডিফল্ট সার্চ ইঞ্জিন নির্বাচন করতে হবে।

Untitled গুগল ক্রোমে অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করুন

নতুন সার্চ ইঞ্জিন যোগ বা বাদ দিতে চাইলে Manage বাটনে ক্লিক করে উইন্ডো থেকে সার্চ ইঞ্জিন ইচ্ছামত ডিফল্ট ইঞ্জিন নির্বাচন করে বা নতুনটি যোগ করে দিতে হবে।

Untitled1-640x335 গুগল ক্রোমে অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করুন

তবে কোনো সাইটে যদি কাস্টমাইজ সার্চ ইঞ্জিন যুক্ত থাকে যা ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরারের উপযোগী করে তৈরি, চাইলে সেটিও সার্চ ইঞ্জিনে যুক্ত করা যাবে। এ জন্য এড নিউ সার্চ ইঞ্জিন অপশনে ক্লিক করত হবে। এটা অনেক ভালো যার জন্য আমি করে নিয়েছি। সবাইকে ভালো থাকার প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,,, আমি আনামুল ইসলাম,,, 


 

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here