যেভাবে মাউস দিয়ে কি বোর্ড ব্যবহার করবেন

21
312

কোন Site এ Log in  করার সময় পাসওয়ার্ড লেখা শেষ না হতেই Key Board  Hang হয়ে গেল ,মানে কাজ করা বন্ধ করে দিলো, এরকম বিব্রতকর পরিস্তিতিতে কি করবেন কখনো ভেবে দেখেছেন কি? আজ আপনাদের সাথে এর সহজ সমাধানটাই Share করছি। আজ আপনাদের জন্য থাকছে কিভাবে মাউস দিয়ে কি বোর্ড ব্যবহার করা যায় ।

যেকোনো কারণে Key Board কাজ না করলে খুব সহজেই আপনি “On Screen key Board ” দিয়ে কাজটা চালিয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনাকে  সাহায্য করবে Mouse। কিভাবে কিভাবে মাউস দিয়ে কি বোর্ড ব্যবহার করবেন জানতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন .

১// প্রথমে Start মেনু থেকে All Programs ক্লিক করুন

২// Accessories এ ক্লিক করে Ease of Access ক্লিক করুন

৩// এবার On-Screen Keyboard ক্লিক করুন

৪// কম্পিউটার স্ক্রীনে কি বোর্ড চলে আসবে , মাউস ক্লিক করে  আপনি আপনার পছন্দ মত ওয়ার্ড টাইপ করতে পারেন

দেখলেন তো কত সহজেই আপনি অনেক বড় বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেতে পারেন।

আশা করি আপনারা এই পোস্ট থেকে উপকৃত হবেন এবং নিচে Share বাটনে ক্লিক  করে অন্যদের সাথে শেয়ার করবেন।

যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই Share  এবং comment করতে ভুলবেন না। আর হে আপনাদের comment এবং Share আমাদের পরবর্তী টিউন করার প্রেরণা যোগাবে।

সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,TrickBDNo1.com এর সাথেই থাকুন।

আমি

Abdullah Al Jubaer Shakib
আব্দুল্লাহ আল জোবায়ের সাকিব

 আবার আসিবো ফিরে

   Trickbdno1.com এ নতুন টিউনে এ আপনাদেরই ভিরে।

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here