::জিপি সিমে মেগাবাইড বাড়ান খুব সহজেই ::

26
466

আশাকরি আপনারা সবাই ভালো আছেন আর প্রযুক্তির সাথে নিজেকে বেশ ভালোই রাখছেন।

বর্তমানে জিপি সিমে মেগাবাইটের মেয়াদ আর আগের মত বাড়ানো যায় না। তাই আজকে নতুন একটা নিয়ম আপনাদের কে বলব। তার আগে আপনাদেরকে বলি যদি কেউ আগে এরম পোষ্ট করে থাকে তাহলে ক্ষমা করবেন।

নতুনভাবে মেগাবাইটের মেয়াদ বাড়তে যদি চান তাহলে আপনি ২টা অপশনে বাড়াতে পারবেন একটা ৯টাকায় ১৪ দিন আরেকটা ১৫ টাকায় ২৮ দিন।

৯ টাকায় ১৪ দিনের মেয়াদ বাড়াতে হলে ডায়াল করতে হবে *5000*8*1*3# তারপর আপনি যদিAutorenew চান তাহলে 1 চাপুন এবং হলে Autorenew না চাইলে 2 চাপুন।এবার *566*10#ডায়াল করে দেখুন মেয়াদ 14 দিনে বেড়ে গেছে।

১৫ টাকায় ২৮ দিন মেয়াদ বাড়াতে হলে ডায়াল করতে হবে *5000*8*1*4# তারপর আপনি যদি Auto renew চান তাহলে 1 চাপুন এবং হলে Auto renew না চাইলে 2 চাপুন। এবার *566*10#ডায়াল করে দেখুন মেয়াদ 28 দিনে বেড়ে গেছে।ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি…………


26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here