এন্ড্রয়েড মোবাইলে একই সাথে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করার পদ্ধতি।

22
496

আমরা  প্রায় সবাই এখন এন্ডয়েড মোবাইলে ফেসবুক ব্যবহার করে থাকি। আমাদের আনেকের একাধিক ফেসবুক আইডি আছে যেটা একই সাথে ব্যবহার করতে পারছি না। একটা আইডি লগআইট করে অন্য আইডিতে  ঢুকতে হচ্ছে।এই সমস্যা টা একটি এপস এর মাধ্যমে সমাধান করা সম্ভব। এই এপস এর নাম হচ্ছে   Parallel Space   গুগল প্লে স্টোর  থেকে সহজেই ডাউনলোড করা যায়।

প্লে স্টোর  থেকে সহজেই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

প্রথমে এপসটি  ইনস্টল করার পরে ওপনে করে  ফেসবুকের ক্লোন কপি তৈরি করতে হবে। তারপর ওখান থেকে ওপনে করলে আইডি পাসওয়াড চাইবে। আইডি পাসওয়াড দিয়ে লগইন করলে একটা  আইডি ওপেন হইল। অন্য আইডি ফেসবুক এপস দিয়ে ওপেন করতে হবে। তাহলেই একই সাথে  দুইটা আইডি এই পদ্ধতিতে ব্যবহার করতে পারবে।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here