আপনারা হয়ত বুঝেই গেছেন আমি কি বলতে চাচ্ছি।
আসুন এবার বিস্তারিত।
তারানা খালাম্মা তো আমাদের অনেক সীম অফ করে দিছে। কিন্তু জিপি হালায় বহুত চ্যচ্চর আর ঘাউরা আমার ৪টা জিপির মাত্র একটা রেজিষ্ট্রেশন কইচ্ছি। আর তিনটা করি নাই কিন্তু তিনটাই এখনো সচল। এগুলো সাধারনত মাঝে মধ্যে অফার পাইলে স্টার্ট মারি। জিপি ইদানিং আমাগো আর তেমন কোন অফার দিতাছে না। কথা বলার জন্য খরচা একটু বেশিই হয়া যাইতাছে। আসেন একটু টেকনিক মাইরা কমায়া লই—কেউ না পারলে গালি দিয়েন না পিলিগ লাগে (আর দিলে তারানা খালাম্মারে কইয়া দিমু আম্রে বকা দিছেন)
জিপিতে ২৮ টাকায় ২২ মিনিট, ৫৮ টাকায় ৪৬ মিনিট বোনাস, ৯৮ টাকায় ৭৮ মিনিট বোনাস। ২৮/৩৮/৪৮/৫৮/৬৮/৭৮/৮৮/৯৮ আপনার ইচ্ছে মত রিচার্জ করুন। টাকাও থাকবে আবার মিনিটও ফ্রি পাবেন দুইদিন মেয়াদে।
৫৮ টাকা রিচার্জে =৪৬ মিনিট
দুইবার রিচার্জ করলে ব্যালেন্স পাবেন ১১৬টাকা সাথে ৯২ মিনিট।
এবার ফ্লেক্সি প্লান দিয়ে ৯০ টাকায় ৩০০ মিনিট কিনে ফেলুন। ৭ দিন মেয়াদে।
৯২+৩০০=৩৯২ মিনিট মাত্র ৯০ টাকায় মানে ২২ পয়সা মিনিট।
এবার ২৫ টাকায় ২৫ মিনিট কিনে একমাসে মেয়াদ করে নিন।
তাহলে ৩৯২+২৫=৪১৭ মিনিট মাত্র ১১৫ টাকায়। মানে ২৭ পয়সার কিছু বেশি খরচা হবে।
অফার তো জিপিই দিবে আপনাকে একটু বুদ্ধির খরচা করা লাগবে।
আপনি এই রিজার্জ অফারের আওতাভুক্ত কিনা তা জানার জন্য ১৪ বা ২৮ টাকা রিচার্জ করুন। ২৮ টাকায় ২২ মিনিট পাবেন। মিনিট ব্যালেন্স দেখার জন্য *৫৬৬*২২# ডায়াল করুন।
Right…….