সবাই কে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন।আজকে আমি জিপির ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করবো।জিপি মাঝে দারুন সব ইন্টারনেট অফার দেয় যা শুনেই মনে আনন্দর জোয়ার বয়ে যায়।তেমনি আজও আমি কিছু আনন্দময় সময়ের সাথে আপনাদের সাথে শেয়ার করছি।টিউনের শিরোনামে উল্লেখ আছে জিপিতে মাত্র 5 টাকায় 1 জিবি ইন্টারনেট সবার জন্য।29 টাকায় 2 জিবি।16 টাকায় 1 জিবি এবং 49 টাকায় 3 জিবি ইন্টারনেট।
*২৯ টাকায় ২ জিবি ইন্টারনেট (ভ্যাট,এসডি ও এসসি সহ)
*এই ২ জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত
*এই প্যাকটি কিনতে ডায়াল করুন *5000*105#
*ইন্টারনেট প্যাক চেক করতে *121*1*4# ডায়াল করুন
১৬ টাকায় ১ জিবি ও ৪৯ টাকায় ৩ জিবি ইন্টারনেট প্যাক নিতে আপনার মোবাইলে wowbox Apps ইন্সটল করতে হবে।
এই প্যাক গুলোও ব্যবহার করা যাবে রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত
wowbox ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এবং ৫ টাকায় ১ জিবি পেতে এখানে ক্লিক করুন
আজ এ পর্যন্তই।