তগঈদের ছবি মুক্তির মিছিলে অনেক আগেই যুক্ত ছিলো ‘মেন্টাল’। গত বছর ছবিটি মুক্তির কথা থাকলেও মুক্তি পেতে যাচ্ছে এই ঈদে। নবাগত শামিম আহমেদ রনি পরিচালিত এই ছবিটি আজ সেন্সর ছাড়পত্র পেয়েছে। কিন্তু পাল্টে গেছে ছবির নাম।
নিয়ম অনুসারে ছবিটির ইংরেজি নাম কর্তন করেছে সেন্সর বোর্ড। ‘মেন্টাল’ ছবির নতুন নাম ‘রানা পাগলা’। নাম কর্তন সাপেক্ষেই ছবিটিকে সেন্সর ছাড়পত্র প্রদান করে সেন্সর বোর্ড।
এদিকে এটি ঈদের মুক্তির মিছিলে থাকা প্রথম ছবি যেটা সেন্সর ছাড়পত্র পেলো। এরমধ্য দিয়ে ‘রানা পাগলা’ ঈদে মুক্তি পাওয়ায় আর কোনো বাধা থাকলো না।
এতে অভিনয় করেছেন শাকিব খান, তিশা, আঁচল, মিশা সওদাগর, ডন, শিমুল খান ও পড়শী।
কিছুদিন পূর্বে পরিচালক রনি ‘রানা পাগলা’ নামে একটি ছবির নাম নিবন্ধন করেন পরিচালক সমিতিতে। তখন বোঝা না গেলও এখন ওই নামের রহস্য উন্মোচিত হলো।
সূত্র :dhallywood24.com