বাংলাদেশের বিস্ময় পেসার বোলার মুস্তাফিজুর রহমান। গোটা ক্রিকেট বিশ্ব যিনি মাতিয়ে রেখেছেন তাকে চেনে না এমন কেউ খুব কম পাওয়া যাবে। সাম্প্রতিক সময়ের আলোচিত এই নাম দেশের মাটিতে ঝড় তোলার পর ভারতে গিয়ে তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) মিতিয়ে এসেছেন। দল হায়দ্রাবাদকে করেছেন চ্যাম্পিয়ন।
ভারতের মাটিতে বর্তমানে তার ভক্ত সংখ্যা নিছক কম নয়। কিন্তু সেই ‘দ্যা ফিজ’ মুস্তাফিজকে নাকি চেনেনই না কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী!
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’র পোস্টার উন্মোচন করতে ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। বুধবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই নায়িকা।
এসময় তার কাছে জানতে চাওয়া হয়, মুস্তাফিজকে চেনেন কিনা? এমন প্রশ্নের উত্তরে শ্রাবন্তী বলেন, মুস্তাফিজ যেন কে? তিনি চেনেনই না ফিজকে। তার এমন উত্তরে স্বভাবতই হতাশ উপস্থিতরা।
মুস্তাফিজকে না চিনলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অবশ্য চেনেন বলে জানিয়েছেন তিনি।